হোম /খবর /দক্ষিণবঙ্গ /
রাত সাড়ে দশটা! লোকাল ট্রেনের ভেতর থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

রাত সাড়ে দশটা! লোকাল ট্রেনের ভেতর থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্রকরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মেচেদায়।

  • Share this:

#মেচেদা : কারসেডে দাঁড়ানো লোকাল ট্রেনের মধ্যে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মেচেদা স্টেশনে! মেচেদায় রাতে ট্রেনের মধ্য থেকে ট্রাভেল ব্যাগের ভেতর যুবকের দেহ উদ্ধার মঙ্গলবার রাতে ৩৮৩১৩ আপ হাওড়া মেচেদা লোকালের ভেতর একটি বড় লাল রঙের ট্রাভেল ব্যাগের ভেতর আনুমানিক বছর ৩৫ এর ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।

জানা গেছে রাত সাড়ে আটটা নাগাদ আপ মেচেদা লোকাল পৌঁছায়। এরপর ওই ট্রেনটি কিছুটা দূরে কারসেডে পৌঁছায়। রাত সাড়ে ১০ টা নাগাদ ট্রেনের ঝাড়ুদারেরা যখন ট্রেনের কামরা পরিষ্কার করছিলেন,সেইসময় নজরে আসে ট্রেনের মধ্যে পড়ে থাকা একটি বড় লাল রংএর ট্রাভেলব্যাগের দিকে ৷ এরপর ট্রাভেলব্যাগটি খুলতেই আঁতকে ওঠে সাফাইকর্মীরা।

আরও পড়ুন - সঙ্গে মোবাইল রয়েছে তো? গন্তব্য স্টেশন আসার আগেই ঘুম থেকে উঠিয়ে দেবে ভারতীয় রেল!

দেখতে পাওয়া যায় ব্যাগের ভেতর দুমড়েমুচড়ে রাখা এক ব্যক্তির  দেহ। পরনে ছিলো সাদা রঙের জামা ও ছাই রঙের প্যান্ট। এরপরই ওই সাফাইকর্মীরা আর পি এফ ও জি আর পি কে খবর দেয়। শরীরে আঘাতের চিহ্ন থাকলেও এখনও পর্যন্ত মৃতদেহের কোন পরিচয় যানা যায়নি। পাঁশকুড়া জিআরপি দেহ ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে রেলপুলিশ। ট্রেনের মধ্যে দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্রকরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মেচেদায়।

SUJIT BHOWMIK

Published by:Debalina Datta
First published:

Tags: Dead body, Train