corona virus btn
corona virus btn
Loading

যুবতী বিধবা বৌদির সঙ্গে নাবালক দেওরের বিয়ে! এরপর কী পরিণতি হল ভাবতেই পারবেন না

যুবতী বিধবা বৌদির সঙ্গে নাবালক দেওরের বিয়ে! এরপর কী পরিণতি হল ভাবতেই পারবেন না
Marriage

যুবতী বিধবা বৌদির সঙ্গে নাবালক দেওরের বিয়ে! এরপর কী পরিণতি হল ভাবতেই পারবেন না

  • Share this:

#পটনা: বাল্যবিবাহের দুর্ভাগ্যজনক আরও একটি দৃষ্টান্ত দেখা গেল পড়শি রাজ্য বিহারে ৷ জোর করে বিধবা বৌদির সঙ্গে নাবালক দেওরের বিয়ে দেয় পরিবার ৷ ১০ বছরের বড় বৌদির সঙ্গে এই জোরজবরদস্তির বিয়ে মেনে নিতে না পেরে আত্মঘাতী হয় ১৫ বছরের এক কিশোর ৷ ঘটনাটি ঘটেছে বিহারের গয়ায় ৷

আইন করেও বন্ধ করা যায়নি বাল্যবিবাহ ৷ ছোট ছোট কিশোর কিশোরীদের জোর করে বিয়ে দেওয়ার প্রথা আজও চলে আসছে আমাদের দেশে ৷ তবে বাকি বাল্যবিবাহের ঘটনা থেকে এই ঘটনাটি কিঞ্চিৎ আলাদা ৷

গয়ার বিনোবা নগরের বাসিন্দা সন্তোষ দাসের মৃত্যুর পর তাঁর যুবতী স্ত্রী রুবির ফের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সন্তোষের পরিবার ৷ এর জন্য ক্লাস নাইনের পড়ুয়া সন্তোষের ভাই মহাদেবকেই উপযুক্ত পাত্র হিসেবে মনস্থ করে রুবি ও সন্তোষের পরিবার ৷

শুভ দিনে গ্রামেরই এক মন্দিরে জোর করে নাবালক দেওরের সঙ্গে বিধবা বৌদির বিয়ে দেয় দাস পরিবার ৷ বিয়ের সময় মন্দিরে উপস্থিত ছিল রুবি ও মহাদেবের সমস্ত পরিবার ও আত্মীয়রা ৷ উপস্থিত ছিল রুবি ও সন্তোষের দুই শিশু সন্তানও ৷ বিয়ের অনুষ্ঠান ভালভাবে সম্পন্ন হওয়ার পরই ঘটে এমন ঘটনা যা কেউ ভাবতেই পারেনি কেউ ৷

বয়সে বড় নিজেরই বৌদিকে স্ত্রী হিসেবে মেনে নিতে না পেরে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আত্মহত্যা করে ১৫ বছরের অসহায় কিশোর ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

First published: December 14, 2017, 10:08 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर