corona virus btn
corona virus btn
Loading

ফেসবুক থেকে ছবি নিয়ে ‘কলগার্ল’ বলে প্রচার, তীব্র হেনস্থার শিকার টলিউডের অভিনেত্রী

ফেসবুক থেকে ছবি নিয়ে ‘কলগার্ল’ বলে প্রচার, তীব্র হেনস্থার শিকার টলিউডের অভিনেত্রী
Representational Image
  • Share this:

#কলকাতা:  টলিউড অভিনেত্রী ও নাট্যকর্মীর ফেসবুক প্রোফাইল থেকে ছবি ও ফোন নম্বর নিয়ে কলগার্ল পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় পোস্টারিং করার অভিযোগ।

বিশেষ করে ট্রেন ও স্টেশন লাগোয়া নানান জায়গায় এইসব পোস্টার লাগানো হয়েছে বলে তাঁর অভিযোগ। এই পোস্টার ছড়িয়ে যাওয়ার পর থেকেই একের পর এক ফোন আসছে অভিনেত্রীর মোবাইলে।

ফোন রিসিভ করলেই দেওয়া হচ্ছে কুপ্রস্তাব। বাধ্য হয়ে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। যদিও তারপরও সুরাহা মেলেনি। একের পর এক ফোনে নাজেহাল হয়ে উঠছে তাঁর জীবন।

গত ২৪ জুলাই তিনি প্রথম ফোন পান। তাঁর এক বন্ধুও তাঁকে ফোন করে পুরো বিষয়টি জানান। কারণ তিনি নিজে এই পোস্টার দেখেছিলেন। সেই পোস্টারের ছবিও তিনি তুলে পাঠান অভিনেত্রীকে।

এই ঘটনায় ২৮ জুলাই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বৃষ্টি। তারপরও সুরাহা না হওয়ায় সংবাদমাধ্যমের কাছে সোমবার নিজের ক্ষোভ উগড়ে দেন অভিনেত্রী।

আরও দেখুন-

First published: September 2, 2019, 5:05 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर