হোম /খবর /ক্রাইম /
মোবাইলের ১০ টাকা রিচার্জ করতে গিয়ে ২১ হাজার টাকা খোয়ালেন সল্টলেকের বাসিন্দা!

কী কাণ্ড ! মোবাইলের ১০ টাকা রিচার্জ করতে গিয়ে ২১ হাজার টাকা খোয়ালেন সল্টলেকের বাসিন্দা!

Representational Image

Representational Image

মোবাইলের নেটওয়ার্ক চলে গিয়েছিল ৷ নম্বরটি অকেজো হয়ে যাওয়ার পর সেখানে কেওয়াইসি জমা দেওয়ার একটি মেসেজ আসে ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: অনলাইনে জালিয়াতির ঘটনা বন্ধ হওয়া তো দূরের ঘটনা, বরং তা বেড়েই চলেছে দিন দিন ৷ এবার মোবাইলে মাত্র ১০টাকা রিচার্জ করতে গিয়েই এক ব্যক্তির খোয়া গেল ২১ হাজার টাকা ৷ যাঁর সঙ্গে এমন ঘটনা ঘটেছে, তিনি সল্টলেকের বাসিন্দা একজন তথ্য-প্রযুক্তি সংস্থার কর্মী ৷ অনলাইনে কোনও পেমেন্ট করা যাঁর কাছে নতুন কিছু নয় ৷

মোবাইলের নেটওয়ার্ক চলে গিয়েছিল ৷ নম্বরটি অকেজো হয়ে যাওয়ার পর সেখানে কেওয়াইসি জমা দেওয়ার একটি মেসেজ আসে ৷ এর পাশাপাশি নিজেকে মোবাইল পরিষেবা সংস্থার কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোনও করে ওই তথ্য-প্রযুক্তি কর্মীকে ৷ ট্রু কলারে নম্বরটিতে যে পরিচয় লেখা রয়েছে, তা দেখে নিশ্চিতও হন তিনি যে নম্বরটি কোনও মোবাইল পরিষেবা সংস্থার কাস্টমার কেয়ার এগজিকিউটিভেরই ৷ কেওয়াইসি সংক্রান্ত নথি আপলোড করার পাশাপাশি ১০ টাকা রিচার্জও করতে বলা হয় ওই তথ্য-প্রযুক্তি কর্মীকে ৷ এরপরই তিনি দেখেন, তাঁর অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে টাকা গায়েব হয়ে যাচ্ছে ৷ ফোনের অপর প্রান্তে তখনও ছিল ওই প্রতারক ৷ তাকে জিজ্ঞেস করতে সে বলতেই থাকে, এই টাকা খুব তাড়াতাড়ি আপনার ব্যাঙ্কে রিফান্ড হয়ে যাবে ৷

তিনি যে হ্যাকারদের খপ্পরে পড়েছেন, এরপর বুঝতে আর সময় লাগেনি তথ্য-প্রযুক্তি কর্মীর ৷ সঙ্গে সঙ্গে অ্যাপটি বন্ধ করে দেন তিনি ৷ এরপর ব্যাঙ্কের স্টেটমেন্ট চেক করে দেখেন, টাকা চলে গিয়েছে অদ্ভূত নামের এক অ্যাকাউন্টে ৷ ঘটনাটি বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Bank Fraud