হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ভরদুপুরে দুঃসাহসিক ছিনতাই, টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাল দুষ্কৃতীরা

ভরদুপুরে দুঃসাহসিক ছিনতাই, টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাল দুষ্কৃতীরা

Photo- Representative

Photo- Representative

বারুইপুরে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল৷

  • Last Updated :
  • Share this:

#বারুইপুর:  ভরদুপুরে বারুইপুরে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। অভিযোগ,  ব্যা টাকা জমা করতে দেওয়ার পথে মোটরবাইকে দুই বাইক আরোহী এক ব্যক্তির পিছু ধাওয়া করে তাকে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তার কাছ থেকে ব্যাগভর্তি ৯৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দিল।

ঘটনাটি ঘটে বারুইপুরের ৩ নম্বর  ওয়ার্ড উকিলপাড়ার কাছে। বারুইপুর থানায় ওই ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ  সূত্রে খবর,বারুইপুরের হিম চির বাসিন্দা ইসারফ গাজী বারুইপুরের মদারাট বটতলায়   এক পোল্ট্রি ফার্মে কাজ করেন। এদিন ওই পোল্ট্রি ফার্ম থেকেই প্রতিদিনকার মত  টাকা নিয়ে তিনি বাইকে করে গোলপুকুর সংলগ্ন আই সি আই ব্যাঙ্কে টাকা জমা করতে আসছিলেন। পিছু ধাওয়া করে বাইকে করে এসে দুই দুষ্কৃতী তার বাইকের সামনে এসে দাঁড়ায়। গলার কাছে ধারালো অস্ত্র দেখিয়ে ব্যাগ থেকে টাকা নিয়ে চোখের নিমিষে পালিয়ে যায়।

ওই পোল্ট্রি ফার্মের মালিক জানিয়েছেন ইসারফ গাজী পোল্ট্রি ফার্মে  অ্যাকাউন্টস বিভাগে কাজ করেন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বারুইপুরে।

Arpan Mondal

Published by:Debalina Datta
First published:

Tags: Baruipur, Crime