#হায়দরাবাদ: অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ উঠল অটো চালকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের ঘাটকেশ্বরে ৷ সন্ধে ৬টা নাগাদ নির্যাতিতা কলেজ ছাত্রী নাগারাম থেকে বাড়ি ফিরছিলেন ৷ কলেজ থেকে বাড়ি ফেরার সময় অটো চালক তাকে জোর করে টেনে হিঁচড়ে পাশের একটি মাঠে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করা হয় ৷
এরপর নির্যাতিতাকে রাস্তায় ফেলে সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত ৷ স্থানীয়রা নির্যাতিতাকে রাস্তায় পড়ে থাকতে দেখতে থানায় খবর দেয় এবং বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে এখও পর্যন্ত অভিযুক্ত পলাতক ৷ অটো চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷
ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা ৷ আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime Against Woman