হোম /খবর /ক্রাইম /
বিমানের ওভারহেড বিনে লুকোনো লাখ লাখ টাকার সোনা ! গ্রেফতার এয়ার ইন্ডিয়ার কর্মী

বিমানের ওভারহেড বিনে লুকোনো লাখ লাখ টাকার সোনা ! গ্রেফতার এয়ার ইন্ডিয়ার কর্মী

Photo Courtesy: ANI

Photo Courtesy: ANI

বিমানের ওভারহেড বিনের মধ্যে রাখা ছিল ওই বিপুল পরিমাণ সোনা ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ৭২.৪৭ লক্ষ টাকার সোনা উদ্ধার বিমানে ! দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসারদের হাতে গ্রেফতার হল এয়ার ইন্ডিয়ার একজন কেবিন ক্রু এবং ক্যাটারিং কর্মী ৷ বিমানের ওভারহেড বিনের মধ্যে রাখা ছিল ওই বিপুল পরিমাণ সোনা বলে জানা গিয়েছে ৷

এয়ার ইন্ডিয়ার ক্রু ও ক্যাটারিং সংস্থার কর্মীর কাছ থেকে উদ্ধার করা হয় চারটে সোনার কড়া ৷ যা রুপোলি রঙ করা ছিল ৷ বিমানের মধ্যেই রাখা ছিল ওই সোনা ৷ কাস্টমস দফতরের আধিকারিকরা জানিয়েছেন, দুই অভিযুক্তই নিজের দোষ কবুল করেছে ৷ বিমানের ওভারহেড বিন থেকে উদ্ধার হওয়া সোনার পরিমাণ ১.৬৬৭ কেজি ৷ যার দাম প্রায় ৭২.৪৭ লক্ষ টাকা ৷

এর আগে গত  ৩ ডিসেম্বর লন্ডন থেকে ভারতে সোনা পাচারের চেষ্টা করে অভিযুক্তরা। যার পরিমাণ ছিল ১.৫ কেজি ৷ কাস্টমস আধিকারিকরা জানিয়েছেন, দুই অভিযুক্ত মোট ৩.‌১১ কেজি সোনা (‌১.‌৫ কেজি ৩ ডিসেম্বর ও ৬ ডিসেম্বর ১.‌৬৬৭ কেজি)‌ পাচারের সঙ্গে যুক্ত ছিল ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Air India