corona virus btn
corona virus btn
Loading

বিদ্যাসাগরের পরে নেতাজি ! মূর্তি ভাঙার অভিযোগে উত্তপ্ত উত্তরপাড়া

বিদ্যাসাগরের পরে নেতাজি ! মূর্তি ভাঙার অভিযোগে উত্তপ্ত  উত্তরপাড়া
উত্তরপাড়ার নেতাজির আবক্ষ মূর্তি ভাঙল দুষ্কৃতীরা

ঘটনা খতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিশ

  • Share this:

#উত্তরপাড়া: নেতাজি মূর্তি ভাঙার অভিযোগ উত্তরপাড়ায় । উত্তরপাড়া থানার পাশে নেতাজি ভবনের সামনে জিটি রোডের পাশেই ছিল নেতাজির আবক্ষ মূর্তি । গতকাল রাতে সেই মূর্তি ভাঙা হয় । খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ, নেতাজির পাথরের মূর্তি থানায় নিয়ে গিয়ে রাখে।

সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব । তিনি জানিয়েছেন, নেতাজির মূর্তি ভাঙা কোনও সুস্থ লোকের কাজ নয় । পনেরোই অগাস্টের মধ্যে নেতাজির মূর্তি ঠিক করে যথাস্থানে বসানো হবে ।

গতকাল রাতে হাজার হাজার জলযাত্রী জিটি রোড দিয়ে তারকেশ্বরে যাচ্ছিল। যে কারণে প্রচন্ড যানজট হয় জিটি রোডে।পুলিশের অনুমান সেই জলযাত্রীদের ভিড়ে ধাক্কা লেগে পরে গিয়ে মূর্তি ভাঙতে পারে । নেতাজির মূর্তি যাতে কেউ না নিয়ে যেতে পারে সেই কারণেই থানায় নিয়ে গিয়ে রেখেছে পুলিশ । ঘটনা খতিয়ে দেখছে উত্তরপাড়া থানা পুলিশ ।

First published: August 4, 2019, 5:44 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर