• Home
 • »
 • News
 • »
 • crime
 • »
 • ভ্যালেন্টাইনস ডে-তে মহিলার উপর অ্যাসিড হামলা

ভ্যালেন্টাইনস ডে-তে মহিলার উপর অ্যাসিড হামলা

Representational Image

Representational Image

ভ্যালেন্টাইনস ডে-তে রাজস্থানে মহিলার উপর অ্যাসিড অ্যাটাক ৷ এই হামলার জেরে মহিলা প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ পুড়ে গিয়েছেন ৷

 • Share this:

  #জয়পুর: ভ্যালেন্টাইনস ডে-তে রাজস্থানে মহিলার উপর অ্যাসিড অ্যাটাক ৷ এই হামলার জেরে মহিলা প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ পুড়ে গিয়েছেন ৷ নির্যাতিতার সঙ্গে সেই সময় তার বন্ধুও ছিল ৷ হামলাকারী অ্যাসিড ছুঁড়তে গেলে নিজের বন্ধুকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছে অন্য মহিলাও ৷ দু’জনকেই গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

  জানা গিয়েছে, এলাকার একটি মলে হাউস কিপিংয়ের চাকরি করতে আক্রান্ত মহিলা ৷ ওই মলেরই এক পুরুষ কর্মচারী তার উপর এদিন হামলা করে ৷

  জয়পুরের ভট্টা বস্তির বাসিন্দা মহিলা বলে জানিয়েছে পুলিশ ৷ হামলা চালিয়েছে মেহবুব নামে এক অটো চালক ৷ হামলার করার সময় নিজেও আহত হয়ে পড়েছেন মেহবুব বলে জানা গিয়েছে ৷

  First published: