হোম /খবর /ক্রাইম /
সিকিউরিটি গার্ডের সঙ্গে বিবাহবহির্ভূত প্রেম, পরিচারিকাকে দা দিয়ে একাধিক কোপ !

সিকিউরিটি গার্ডের সঙ্গে বিবাহবহির্ভূত প্রেম, পরিচারিকাকে দা দিয়ে একাধিক কোপ !

Representational Image

Representational Image

কেন ওই সিকিউরিটি গার্ড এইভাবে নৃশংসভাবে পরিচারিকাকে কোপ মারলো তা নিয়ে স্বভাবতই উদ্বিগ্ন ওই আবাসনের বাসিন্দারা ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বাগুইআটির অর্জুনপুরে এক অভিজাত আবাসনে দিনে দুপুরে পরিচারিকা রুপা মন্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ৷  আবাসনের সিকিউরিটি গার্ড গুরুদাস পালের বিরুদ্ধে পরিচারিকাকে দা দিয়ে গলায়, হাতে এবং শরীরের একাধিক জায়গায় কোপ সে মারে বলে অভিযোগ ৷

রক্তাক্ত অবস্থায় পরিচারিকাকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে ৷ তবে কেন ওই সিকিউরিটি গার্ড এইভাবে নৃশংসভাবে পরিচারিকাকে কোপ মারলো তা নিয়ে স্বভাবতই উদ্বিগ্ন ওই আবাসনের বাসিন্দারা ৷

তবে পুলিশ সূত্রের খবর সিকিউরিটি গার্ড এর সঙ্গে ওই পরিচারিকার বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল সেই সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই ঘটনা বলে পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Crime News