#কানপুর:নৃশংসতা আর কাকে বলে? উত্তরপ্রদেশ ফের একবার শিরোনামে৷ উত্তরপ্রদেশর প্রতাপগড় থেকে খুবই অস্বস্তিজনক একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ প্রতাপগড়ের পুলিশ ট্যুইট করে ঘটনার সত্যতা স্বীকার করেছে৷ একটি গাঙ্গেয় ডলফিনকে একদল মানুষ নৃশংস ভাবে হত্যা করেছে৷ আক্রমণের ঘটনাটি ঘটেছে ৩১ ডিসেম্বর৷
পুলিশ জানিয়েছে এই ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে৷ গাঙ্গেয় ডলফিন সংরক্ষিত প্রজাতির আওতায় পড়ে৷ পুরো ভিডিওতে অসম্ভব নৃশংসতা দেখা যাচ্ছে৷ ভিডিওতে দেখা যাচ্ছে ক্রমাগত আক্রমণ করছিল তখন ডলফিনটির শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল৷ একজন ডলফিনকে ধরেছিল৷ ভিডিওতে এই কথাও শোনা যাচ্ছে ‘ফালতু মে মার রহে হো ইয়ার’- অর্থাৎ শুধুশুধু মারছো বন্ধু! কিন্তু কে কার কথায় কর্ণপাত করে৷
যখন ডলফিনের গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল তখন তাকে কুঠার দিয়ে আঘাত করা হচ্ছিল, তার শরীরের গভীরে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল অস্ত্রের আঘাত৷ ভিডিওটির শেষদিকে দেখা যায় ভয়ানক ওই আক্রমণের পর ডলফিনটির নিথর শরীরটি পড়ে রয়েছে৷
দেখে নিন মানুষের ‘অমানবিক’ অত্যাচারের মর্মান্তিক ভিডিও৷
বন দফতরের আধিকারিক এই খবর জানতে পেরে গিয়ে দেখেন খাঁড়িতে মৃত অবস্থায় পড়ে রয়েছে ডলফিনটি৷ তিনি জানিয়েছেন এফআইআর দায়ের করার জন্য ়যখন স্থানীয় জমা হওয়া মানুষদের কাছে কী ঘটেছে জানতে চাওয়া হয়, তখন কেউ কিছুই বলেনি৷ এফআইআরে (FIR) জানা যায় ডলফিনটির শরীরে অসংখ্য ক্ষত ছিল৷ এমনকি তার শরীরে কুঠারের আঘাতও ছিল৷
পুলিশের পক্ষ থেকে দুষ্কৃতীদের চিহ্নিত করা হয় ভিডিও-র ভিত্তিতে৷ অভিযুক্তরা সকলেই স্থানীয় গ্রামের বাসিন্দা৷ নৃশংস এই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video)