Home /News /crime /
স্কুলের বাথরুম থেকে উদ্ধার নবম শ্রেণির পড়ুয়ার রক্তাক্ত মৃতদেহ, থমথমে স্কুল চত্বর

স্কুলের বাথরুম থেকে উদ্ধার নবম শ্রেণির পড়ুয়ার রক্তাক্ত মৃতদেহ, থমথমে স্কুল চত্বর

স্কুল থেকে পাওয়া ব্যাগটি উদ্ধার করেছে পুলিশ ৷ নিজস্ব ছবি ৷

স্কুল থেকে পাওয়া ব্যাগটি উদ্ধার করেছে পুলিশ ৷ নিজস্ব ছবি ৷

গুজরাতের বরোদা গুরুগ্রামের মতই মর্মান্তিক ঘটনা সামনে এসেছে ৷ এবার ঘটনার কেন্দ্রবিন্দুতে বারনপুরের ভারতীয় বিদ্যালয় ৷ এই বিদ্যালয়ের দশম শ্রেণির এক নিরীহ পড়ুয়ার রক্তাক্ত মৃতদেহ প্রাকশ্যে আসতেই স্কুল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, ঘটনার জেরে এলাকা থমথমে ৷ এমন মর্মান্তিক ঘটনায় স্বভাবতই ব্যাথিত করেছে সবাইকে ৷

আরও পড়ুন...
 • Share this:

  #বরোদা: গুজরাতের বরোদার গুরুগ্রামের মতই মর্মান্তিক ঘটনা সামনে এসেছে ৷ এবার ঘটনার কেন্দ্রবিন্দুতে বারনপুরের ভারতীয় বিদ্যালয় ৷ এই বিদ্যালয়ের নবম শ্রেণির এক নিরীহ পড়ুয়ার রক্তাক্ত মৃতদেহ প্রাকশ্যে আসতেই স্কুল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, ঘটনার জেরে এলাকা থমথমে ৷ এমন মর্মান্তিক ঘটনা স্বভাবতই ব্যাথিত করেছে সবাইকে ৷

  আরও পড়ুন রিজেন্ট পার্কে জল খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে ভাগ্নিকে ধর্ষণ, গ্রেফতার বাংলাদেশি আত্মীয়

  জানা গিয়েছে মৃত ছাত্রের নাম দেব ভাগবত ৷ দেব ভাগবতের সঙ্গে সঙ্গে অন্য দুই পড়ুয়ার কোনও একটি বিষয় নিয়ে মতভেদ হয়েছিল ৷ সেই মতভেদ কথা কাটাকাটিতে পৌঁছয় পরে তা বচসায় পরিণত হতেই এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে ৷

  দেব ভাগবতকে খুন করে তার মৃতদেহ স্কুলের বাথরুমে ফেলে দিয়েছে ৷ মৃত ছাত্রের শরীরে একধিক ধারালো অস্ত্রের দাগ পাওয়া গিয়েছে ৷ পুলিশকে খবর হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে ৷ পৌঁছেছে ফরেন্সিফ দলও ৷ তদন্তে নেমে পুলিশ একটি স্কুল ব্যাগ থেকে ধারালো ছুরি উদ্ধার করেছে ৷

  ফরেন্সিফ সূত্রে খবর এই খুন সাময়িক উত্তেজনার বশে হওয়া খুন নয় ৷ এই খুন পূর্ব পরিকল্পিত, ওই ব্যাগে ধারালো ছুরি ছাড়াও লঙ্কার গুঁড়ো ও জলও ছিল ৷ প্রাথমিক পর্যায়ে সন্দেহের বশে পুলিশ স্কুলের গাড়ি চালককে গ্রেফতার করেছিল ৷ পরে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে স্কুলের অন্য এক ছাত্রকে গ্রেফতার করেছে ৷ চলছে জিজ্ঞাসাবাদও ৷

  আরও পড়ুন এক দলিত কৃষকের গায়ে পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারল দুষ্কৃতীরা, ঘটনায় গ্রেফতার ৪

  First published:

  Tags: Class X, Gujarat, Student, Terrible Murder

  পরবর্তী খবর