#রায়গঞ্জ: দুই সহকর্মীকে গুলি করে হত্যা করার অভিযোগে বিএসএফ জওয়ান উত্তম সূত্রধরকে বিরুদ্ধে খুন এবং আগ্নেয়াস্ত্র মামলা দায়ের করে রায়গঞ্জ আদালতে পেশ করল রায়গঞ্জ থানার পুলিশ।ধৃত জওয়ানকে পাঁচদিনের পুলিশি হেফাজতে নেবার নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ সীমান্তে প্রহরারত অবস্থায় নিজের স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি চালিয়ে দুই সহকর্মীকে গুলি করে খুন করে ১৪৬ নম্বর ব্যাটালিয়নের মালদাখন্ড সীমান্ত চৌকির বিএসএফ জওয়ান উত্তম সূত্রধর। রায়গঞ্জ থানার ভাতুন গ্রামপঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর মালদাখন্ড সীমান্ত চৌকির বর্ডারে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছিল। অভিযুক্ত বিএসএফ জওয়ান উত্তম সূত্রধরের গুলিতে মৃত্যু হয় বিএসএফ এর ইন্সপেক্টর মহিন্দর সিং ভাট্টি ও কনস্টেবল অনুজ কুমারের।
গুলি করে হত্যা করার পর নিজেই সীমান্ত চৌকির কমান্ডারের কাছে আত্মসমর্পণ করে অভিযুক্ত জওয়ান উত্তম সূত্রধর। ঘটনার তদন্তে নামে রায়গঞ্জ থানার পুলিশ। উত্তম সূত্রধরকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ। বুধবার ধৃত বিএসএফ জওয়ান উত্তম সূত্রধরকে রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে। আদালতে যাবার সময় বি এস এফ জওয়ানদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ধৃত বি এস এফ জওয়ান। পুলিশ তার বিরুদ্ধে খুন এবং আগ্নেয়াস্ত্র মামলা ঋজু করে রায়গঞ্জ আদালতে পেশ করেছে।তদন্তের স্বার্থে পাঁচদিনের পুলিশি হেফাজতে নেবার নির্দেশ দিয়েছে আদালত।
Uttam Paul
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।