#পুণে: পেঁয়াজ চুরি করার অপরাধে গ্রেফতার হল চার যুবক ৷ এক কৃষকের কাছ থেকে ২.৩৫ লক্ষ টাকা দামের পেঁয়াজ চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই চার যুবককে ৷ তারা পেঁয়াজের ৫৮টি বস্তা চুরি করেছিল বলে জানা গিয়েছে ৷
বাজারে পেঁয়াজের এখন আগুন দাম ৷ ক্রমে বেড়েই চলেছে দাম ৷ এই অবস্থায় লাখ লাখ টাকা মূল্যের পেঁয়াজ চুরির ঘটনা ঘটল পুণেতে ৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, গত ২১ অক্টোবর এক কৃষকের কাছ থেকে ওই ৫৮টি পেঁয়াজের বস্তা হাতিয়ে নেয় ওই চার যুবক ৷ পেঁয়াজের গুদামে ঢুকে সেগুলি তুলে চম্পট দেয় তারা ৷ পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত পেঁয়াজের ৪৯টি বস্তা ধৃতদের কাছ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ বাকি ৯টি বস্তা ইতিমধ্যেই বিক্রি করে দিয়েছে তারা ৷ উদ্ধার হওয়ার ৪৯টি বস্তার মূল্য ২ লক্ষ টাকা ৷ দেশের বিভিন্ন জায়গাতেই এখন পেঁয়াজের দাম ৭৫ টাকা কেজি বা তার বেশিতে গিয়ে দাঁড়িয়েছে ৷ আগামী দিনে তা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে ৷
দুর্গাপুজো মিটলেও বাজার আগুন। পশ্চিমবঙ্গেও পেঁয়াজের দাম সেঞ্চুরির পথে। লক্ষ্মী পুজোর পর বাজারে আরও দাম বাড়ার আশঙ্কা। সব মিলিয়ে উৎসবের মরশুমে বাজারে গিয়ে মাথায় হাত মধ্যবিত্তের। দুর্গাপুজো মিটলেও পেঁয়াজের দর কমার কোনও লক্ষণ নেই। পুজোর আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ টাকা কেজি দরে। তার দাম এখন ৮০ থেকে ৯০। মঙ্গলবার গড়িয়াহাট বাজারে পেঁয়াজের দর আগুন। ফলে দিন আনা দিন খাওয়া মানুষের মাথায় হাত। একেই সবজির দাম বেড়েই চলেছে। তারমধ্যে চিন্তা বাড়াচ্ছে আলুর দরও। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এখন চিন্তার বিষয় পেঁয়াজের দর। দাম বেড়েছে হুগলির শেওড়াফুলি বাজারেও। ৬৫টাকা কেজি দরে বিকোচ্ছে পেঁয়াজ। পাইকারি বাজারেও পেঁয়াজের দর সেঞ্চুরি ছুঁতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। আর তা হলে খুচরো বাজারে ১৫০ টাকারও বেশি দরে পেঁয়াজ কিনতে হবে ক্রেতাদের।
মহারাষ্ট্রের নাসিকে বৃষ্টির কারণে পেঁয়াজের আমদানি কম ৷ পেঁয়াজ আসছে না অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু থেকেও। মধ্যপ্রদেশের ইন্দোর থেকে পিয়াজ এলেও তার পরিমাণ কম। সবমিলিয়ে আগামী দিনে পেঁয়াজের দর আরও বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।