#গাজিয়াবাদ: নৃশংস ও অমানবিকতার সাক্ষী রইল গাজিয়াবাদ ৷ দিল্লি গাজিয়াবাদে দুই কিশোর সহ চার জনকে মোবাইল চোর সন্দেহে বেধড়ক মারধর করার পর গোপানাঙ্গে পেট্রোল ইনজেক্ট করে দেওয়া হয় বলে অভিযোগ ৷
স্থানীয় সমাজবাদী পার্টির নেতার ভাই রিজওয়ানের বিরুদ্ধে এই নৃশংস আচরণের অভিযোগ উঠেছে ৷ পুলিশ সূত্রে খবর, রিজওয়ানের সঙ্গে থাকা তাঁর দুই বন্ধুও এই কাজে তাকে সাহায্য করেন ৷
গাজিয়াবাদে রিজওয়ান একটি দুধের দোকান চালান ৷ গত শুক্রবার স্থানীয় চার যুবককে দেখে রিজওয়ানের সন্দেহ হয়, এরাই তাঁর মোবাইল চুরি করেছে ৷ জিজ্ঞাসাবাদ করতে চারজনকে নিজের দোকানে ডেকে পাঠান রিজওয়ান ৷ সেসময় দোকানে তাঁর দুই বন্ধু অখিল ও নাদিমও উপস্থিত ছিল ৷
প্রায় ঘণ্টাখানেক ধরে মোবাইল চোর সন্দেহে প্রচন্ড মারধর করা হয় জাহির বেগ (১৭), গুলজার (১৬) এবং বছর পঁচিশের ফিমো ও ফিরোজকে ৷ এখানেই শেষ হয়নি অত্যাচার ৷ রিজওয়ানের বাইক থেকে পেট্রোল ইনঞ্জেকশন সিরিঞ্জে ভরে প্রত্যেকের পুরুষাঙ্গে অসংখ্যবার সিরিঞ্জ ফুটিয়ে ঢুকিয়ে দেওয়া হয় পেট্রোল ৷ যন্ত্রণায় আর্তনাদ করতে করতে প্রায় অজ্ঞান হয়ে যায় চার জন ৷ এই নৃশংস অত্যাচারে রিজওয়ানকে সাহায্য করে তাঁর দুই বন্ধুও ৷
পুলিশ জানিয়েছে, ওই অত্যাচারিত চারজনই এই মুহূর্তে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ৷ কিশোর জাহির ও গুলজারের অবস্থা সবচেয়ে গুরুতর ৷ ডাক্তাররা জানিয়েছেন, তাদের স্বাভাবিক অবস্থায় ফেরাতে একাধিক অপারেশনের প্রয়োজন ৷ ঘটনায় পুলিশ রিজওয়ান ও তাঁর বন্ধু অখিলকে গ্রেফতার করেছে ৷ পলাতক নাদিমের খোঁজে চলছে তল্লাশি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Allegedly Over Stolen Phone, Mobile Theif, Petrol In Private Parts, Unnatural offences