#বর্ধমান: এক যুবকে খুন করে ঘরের মধ্যে দেহ রেখে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ৷ মৃত যুবকের নাম কেষ্ট বাগদি ৷ বয়স ২৮ বছর ৷ ১৪ দিন আগে নিখোঁজ হন কেষ্ট বাগদি। তারপরই গতকাল, শুক্রবার রাতে প্রতিবেশী যুবক উৎপল বাগের ঘর থেকে উদ্ধার হয় তাঁর পচাগলা দেহ।
ঘটনাটি ঘটেছে বর্ধমানের গলসি থানার কুতরুকী গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ দিন আগে উৎপল বাগের সঙ্গে তাঁর স্ত্রীর ঝামেলা বাঁধলে মেটাতে যান কেষ্ট বাগদি। সেটা উৎপলের পছন্দ হয়নি ৷ পরেরদিন কেষ্ট উৎপলের বাড়ি গেলে তাঁকে প্রথমে মুগুর দিয়ে মাথায় আঘাত করে তারপর ধারাল অস্ত্রের কোপ মারা হয়। ঘটনাস্থলেই কেষ্ট বাগদির মৃত্যু হলে মৃতদেহ ঘরের মধ্যেই রেখে দেয় উৎপল।
বাড়ি থেকে পচা গন্ধ বের হলে গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে কেষ্ট বাগদির পচা গলা দেহ উদ্ধার করে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murder Case