#বিকানির : হিন্দু-মুসলিম প্রেম সম্পর্কের জেরেই মৃত্যু হয়েছে বিকানিরের ২২ বছরের যুবক সইফ আলি খানের ৷ তাঁর হিন্দু প্রেমিকার বাড়ির লোকই হত্যা করিয়েছেন সইফকে ৷ এমনটাই দাবি তাঁর পরিবারের ৷
অন্যদিকে মেয়েটির পরিবার থেকে এই বিষয়ের বিন্দুমাত্র সত্যতা নেই বলে জানানো হয়েছে ৷ তাঁরা জানিয়েছেন সইফ দীর্ঘদিন ধরে তাঁদের মেয়েকে উত্যক্ত করত ৷
১ মে বিকানিরেরে শিল্প তালুকে ২২ বছরের এই তরুণের থেঁথলানো দেহ উদ্ধার হয় ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় ৷ এখন জানা যাচ্ছে এই তরুণের মৃত্যু সুনিশ্চিত করতে তাঁর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছিল ৷
মৃতের পিতা আসলাম খান জানিয়েছেন বেশ কিছুদিন আগেই হিন্দু মেয়েটির সঙ্গে তাঁর ছেলের সম্পর্কের কথা তিনি জানতে পারেন ৷ তাঁর ছেলের ব্যাগে মেয়েটির পরিচয় পত্র ছিল , তাঁর ফোনে মেয়েটির সঙ্গে ছবিও ছিল ৷ এরপর তিনি ওই মেয়েটির বাড়ি খুঁজে বার করে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ৷
মেয়েটির বাড়ি থেকে প্রথমে পুরো বিষয়টি অস্বীকার করা হয় ৷ পরিচয়পত্র ভুল করে চলে গেছে এমনটাই দাবি করা হয় ৷ তারপর ফোনের ছবিটি দেখে দুই পরিবারই সহমত হন তাঁরা নিজেদের ছেলে-মেয়েদের এই সম্পর্ক চান না ৷ মৃতের পিতার দাবি এরপরেও মেয়েটি নিয়মিত ছেলেটির সঙ্গে যোগাযোগ রাখত ৷
অন্যদিকে মেয়েটির পরিবারের দাবি ছেলেটি নিয়মিত তাঁদের মেয়েকে উত্যক্ত করত ৷ ক্লাস ৫ অবধি পড়াশুনো করা সইফ বিকানিরের আনাজ বাজারে কাজ করে দৈনিক ২০০-২৫০ টাকা রোজগার করতেন ৷
এদিকে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবারই মেয়েটির বাবা বিজয় সিং এবং আরও দুই আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ ৷ যেদিন সইফকে তুলে নিয়ে যাওয়া হয়, সেসময় তাঁর সঙ্গে ছিল তাঁর দুই আত্মীয় চিরাগদিন ও সঞ্জয় খান ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।