• Home
 • »
 • News
 • »
 • crime
 • »
 • ফের রাজধানী, ২০ বছরের যুবতীকে গণধর্ষণ করল ৫ নাবালক !

ফের রাজধানী, ২০ বছরের যুবতীকে গণধর্ষণ করল ৫ নাবালক !

Representational Image

Representational Image

শালিমার বাগে গণধর্ষণের ঘটনা রেশ কাটতে না কাটতেই রাজধানীতে ফের গণধর্ষণ।

 • Share this:

  #নয়াদিল্লি: শালিমার বাগে গণধর্ষণের ঘটনা রেশ কাটতে না কাটতেই রাজধানীতে ফের গণধর্ষণ। বুধবার রাতে জাহাঙ্গিরপুরীতে ২০ বছরের এক যুবতীকে গণধর্ষণ করার অভিযোগ উঠল ৫জনের বিরুদ্ধে ৷ অভিযুক্ত ৫জনই নাবালক বলে মনে করা হচ্ছে ৷ বৃহস্পতিবার দুপুরে নির্যাতিতা স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে ৷

  নির্যাতিতা তার বয়ানে জানিয়েছে যে বুধবার রাত ১০ নাগাদ জাহাঙ্গিরপুরীতে পুরনিগমের আবর্জনা ফেলার জায়গার কাছে ৫জন যুবকের সঙ্গে তার দেখা হয় ৷ এরপর তার উপর চড়াও হয় সকলে ৷ জোর করে টেনে হিঁচড়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে ৷ চিৎকর করলে বা কাউকে এই বিষয়ে জানালে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় ৷

  যুবতীর মেডিকেল পরীক্ষার পর অভিযোগ দায়ের করা হয়েছে ৷ জানা গিয়েছে, নির্যাতিতা ও অভিযুক্তরা একই কলোনিতে থাকত ৷ অভিযুক্তদের আটক করেছে পুলিশ ৷

  পুলিশ জানিয়েছে অভিযুক্তরা স্কুল ড্রপআউট ৷ সকলেই কর্পোরেশনের আবর্জনা ফেলার আংশিক সময়ের কাজ করে।

  First published: