#কলকাতা: রাতের শহরে ফের শ্লীলতাহানির ঘটনা ৷ এবার ঘটনাস্থল কসবার রাজডাঙা নবপল্লি ৷ এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে ৷ ধৃতের নাম বাবু রায় ৷ সে রাজডাঙার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ বান্ধবীর সঙ্গে পার্টি করে ফিরছিলেন অভিযোগকারিনী ওই মহিলা ৷ গাড়িতে ফেরার সময়ে কসবা নবপল্লীর কাছে যখন তারা আসেন, তখনই গাড়ি ব্যাক করাকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয় ৷ কারণ সেসময়ে রাস্তার মোড়ে কয়েকজন যুবক দাঁড়িয়েছিল ৷ তাদের অভিযোগ, গাড়ি ব্যাক করার সময় সামান্য ধাক্কা লাগে রাস্তা মোড়ে দাঁড়িয়ে থাকা এক যুবকের ৷ এরপরই অশান্তির শুরু ৷ সেখানে বাবু নামে অপর এক ব্যক্তি মহিলার উদ্দেশে কটূক্তি, অশ্লীল ভাষায় কথা বলার পাশাপাশি শ্লীলতাহানি করে বলেও অভিযোগ ৷
এরপর অভিযোগকারিনী চিৎকার করার পর কোনওমতে পালিয়ে আসতে সক্ষম হন ৷ কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা ৷ তার পরিপ্রেক্ষিতে শ্লীলতাহানির মামলা রুজু করা হয় ৷ ঘটনাস্থলে পৌঁছয় কসবা থানার আধিকারিকরা ৷ ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ ৷ আশপাশের সিসিটিভি ফুটেজে কিছু ধরা পড়েছে কী না, তা খতিয়ে দেখবে কসবা থানার পুলিশ ৷
অর্পিতা হাজরা