India vs Australia : ভারতকে দিন-রাতের টেস্ট খেলার অনুরোধ ক্রিকেট অস্ট্রেলিয়ার– News18 Bengali

বেছে নিন রাজ্য / কেন্দ্র

India vs Australia : ভারতকে দিন-রাতের টেস্ট খেলার অনুরোধ ক্রিকেট অস্ট্রেলিয়ার

News18 Bangla
Updated:Dec 07, 2018 01:27 PM IST
India vs Australia : ভারতকে দিন-রাতের টেস্ট খেলার অনুরোধ ক্রিকেট অস্ট্রেলিয়ার
Photo-AFP
News18 Bangla
Updated:Dec 07, 2018 01:27 PM IST

#মেলবোর্ন : অ্যাডিলেডে টেস্ট যখনই খেলা হবে তখন সেটা যেন দিন-রাতের ম্যাচ হয়  ৷ এমনটাই ইচ্ছা ক্রিকেট অস্ট্রেলিয়ার ৷ পাশাপাশি ভারতীয় দলও যেন দিনরাতের টেস্ট বা পিঙ্ক বলে টেস্ট খেলতে সহমত এমনটাও অনুরোধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷

ক্রিকেট অস্ট্রেলিয়া ভীষণভাবে  চাইছে দিনরাতের টেস্ট জনপ্রিয় হোক ৷ আর তাতে ভারত যদি সেই ম্যাচ খেলে তাহলে তার জনপ্রিয়তা নিঃসন্দেহে আরও বাড়বে ৷ তাই ক্রিকেট অস্ট্রেলিয়া আশা প্রকাশ করেছে পরের বার ভারত যখন খেলবে তখন যেন দিন-রাতের টেস্ট খেলে ৷

আরও পড়ুন - এক টাকার কয়েন তৈরি করতে কত খরচ ? যা জানা গেল

 ভারত টেস্ট ক্রমতালিকার এক নম্বরে থাকা দেশ হলেও এখনও কোনও দিন-রাতের টেস্ট খেলেনি ৷ ভারত অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিনে মাত্র ২৪ হাজার দর্শক মাঠমুখো হয়েছিলেন ৷ ডে -নাইট টেস্টের দর্শক সংখ্যার চেয়ে যা অন্তত ১৫ হাজার কম ৷

 

First published: 01:27:34 PM Dec 07, 2018
পুরো খবর পড়ুন
अगली ख़बर