corona virus btn
corona virus btn
Loading

বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা জিভার, ধোনির মতোই বাইকপ্রেম মেয়েরও, দেখুন ভিডিও

বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা জিভার, ধোনির মতোই বাইকপ্রেম মেয়েরও, দেখুন ভিডিও
বাইক নিয়ে ছোট্ট জিভা৷ PHOTO- YOUTUBE

বাবার সঙ্গে থাকতে থাকতে সম্ভবত ছোট্ট জিভারও বাইক প্রেম বেড়ে যাচ্ছে৷

  • Share this:

#রাঁচি: মহেন্দ্র সিং ধোনির বাইক প্রেমের কথা অজানা নয়৷ সুযোগ পেলেই পছন্দের দু' চাকায় সওয়ার হন প্রাক্তন ভারত অধিনায়ক৷ কখনও কখনও বাবার সঙ্গেই দেখা যায় ছোট্ট জিভাকে৷ লকডাউনের মধ্যে নিজের ফার্ম হাউজে কয়েকদিন আগেই বাইকে সওয়ার হয়েছিলেন এমএস৷ সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন সাক্ষী ধোনি৷

বাবার সঙ্গে থাকতে থাকতে সম্ভবত ছোট্ট জিভারও বাইক প্রেম বেড়ে যাচ্ছে৷ চেন্নাই সুপার কিংস-এর ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, একা একাই বাইকের উপর বসে দক্ষ চালকের মতো তা স্টার্ট করার চেষ্টা করছে ছোট্ট জিভা৷ আর মেয়ের এই কাণ্ডকারখানার ভিডিও করেছেন ধোনি নিজেই৷ ভিডিও পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা ধোনি ভক্তদের মন জয় করে নেয়৷ ছোট জিভার কীর্তি ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷

করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে আইপিএল৷ মহেন্দ্র সিং ধোনিও কবে মাঠে ফিরবেন তা অনিশ্চিত৷ কারণ জাতীয় দলে তাঁর ডাক পাওয়ার আশা ক্ষীণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ একই সঙ্গে তাঁর অবসর জল্পনাও চলছে৷ ধোনি অবশ্য সেসব থেকে অনেক দূরে৷ নিজের ফার্ম হাউজে পরিবারের সঙ্গে দারুণ কিছু মুহূ্র্ত কাটাচ্ছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক৷

Published by: Debamoy Ghosh
First published: May 16, 2020, 10:48 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर