হোম /খবর /কলকাতা /
রাস্তায় যানবাহন কম, যাত্রীদের হয়রানির সুযোগকে কাজে লাগিয়ে বাড়ছে ট্যাক্সি চালকদের 'দাদাগিরি'

রাস্তায় যানবাহন কম, যাত্রীদের হয়রানির সুযোগকে কাজে লাগিয়ে বাড়ছে ট্যাক্সি চালকদের 'দাদাগিরি'

ফাইল ছবি

ফাইল ছবি

বাস যাত্রীদের হয়রানির সুযোগকে কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠেছে শহরের একশ্রেণীর ট্যাক্সি চালকরা । নিজেদের খেয়ালখুশি মতো যাত্রীদের কাছে ভাড়া দাবি করছেন অনেক ট্যাক্সিচালক ।

  • Share this:

#কলকাতা:  বাস যাত্রীদের হয়রানির সুযোগকে কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠেছে শহরের একশ্রেণীর ট্যাক্সি চালকরা । নিজেদের খেয়ালখুশি মতো যাত্রীদের কাছে ভাড়া দাবি করছেন অনেক ট্যাক্সিচালক । গড়িয়াহাট হোক বা  রাসবিহারী  কিংবা ধর্মতলা । অথবা উত্তরের শ্যামবাজার । ছবিটা সর্বত্রই একই। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ট্যাক্সিতে অতিরিক্ত যাত্রী তুলে কলকাতা শহরের এ প্রান্ত থেকে সে প্রান্তে  চলাচল করছে ট্যাক্সি ।

শনিবার বেলা বারো'টা । রাসবিহারী মোড়ে দীর্ঘক্ষণ বাসের জন্য দাঁড়িয়ে থাকা এক যাত্রীর সামনে একটি হলুদ ট্যাক্সি এসে দাঁড়াতেই সেই যাত্রী ট্যাক্সিচালককে জিজ্ঞেস করলেন, ধর্মতলা যাবেন ? ট্যাক্সিচালক তৎক্ষণাৎ সাফ জানিয়ে উত্তর, "মিটারে যাব না । জনপ্রতি ২০০ টাকা লাগবে ।" ট্যাক্সিচালকের জবাব শুনে একপ্রকার আঁতকে উঠলেন ওই যাত্রী । তবে শুধু একজন যাত্রীই নন, সারা কলকাতাতেই ট্যাক্সি চালকদের 'দাদাগিরি'তে অতিষ্ঠ হয়ে উঠেছেন শহরবাসী । অনেক যাত্রী আবার বাধ্য হচ্ছেন চড়া দামেই ট্যাক্সি করে নিজের গন্তব্যে পৌঁছতে । যেহেতু পথে অমিল বেসরকারি বাস । সরকারি বাসই  একমাত্র ভরসা । জরুরী প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়ে নিজেদের গন্তব্যে পৌঁছতে হিমশিম খেতে হচ্ছে বাস যাত্রীদের ।

যাত্রীর তুলনায় পথে পর্যাপ্ত সরকারি বাস নেই । যদিও বা বাসের দেখা মিলছে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সেই বাসে ওঠার সুযোগ মিলছে না যাত্রীদের । লকডাউন চলাকালীন সরকারি নির্দেশিকা মেনে  নির্ধারিত যাত্রীসংখ্যা নিয়ে বর্তমানে বাস চলাচল করায় নির্দিষ্ট রুটের বাস নির্দিষ্ট ডিপোতে ছাড়ার সময়ই নির্ধারিত যাত্রী সংখ্যা পূরণ হয়ে যাচ্ছে । স্বাভাবিকভাবেই মাঝপথে নির্দিষ্ট বাস স্টপেজে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সেখানে বাস দাঁড়াচ্ছে না ।

গড়িয়াহাট কিংবা রাসবিহারী মোড়ে তো দেখা গেল ভয়ঙ্কর ছবি । বাসের দেখা পেতেই সামাজিক দূরত্ব কিংবা সুরক্ষা বিধিকে শিকেয় তুলে বাসে ওঠার জন্য মাঝরাস্তায় হুড়োহুড়ি ক্রচঘেন যাত্রীরা ।  আশপাশ দিয়ে চলাচল করা যানবাহনকে পাশ কাটিয়ে মাঝরাস্তায় রীতিমতো যাত্রীদের নজিরবিহীন দৌড়ঝাঁপের যে ছবি নজরে এল তাতে যে  কোনও  সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতেই পারে ।

যাত্রীদের কথায়, 'পর্যাপ্ত বাস নেই। ট্যাক্সি ভাড়া আকাশছোঁয়া। মেট্রো বন্ধ। এভাবে বাসে ওঠার চেষ্টা না করলে গন্তব্যেই তো পৌঁছতে পারব না'। এই পরিস্থিতিতে শহরবাসী ট্যাক্সি চালকদের 'দাদাগিরি' ঠেকানোর পাশাপাশি পথে পর্যাপ্ত সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাস পরিষেবা স্বাভাবিক করতে সরকারি হস্তক্ষেপের আর্জিতে সরব হয়েছেন।

VENKATESWAR  LAHIRI 

Published by:Shubhagata Dey
First published:

Tags: Kolkata, Yellow Taxi