হোম /খবর /বিদেশ /
দিনদিন আরও ভয়াবহ হচ্ছে পরিস্থিতি, বিশ্বজুড়ে মৃত ১লক্ষেরও বেশি,আক্রান্ত ১৭৭৭০০০

দিন দিন আরও ভয়াবহ হচ্ছে পরিস্থিতি, বিশ্বজুড়ে মৃত ১লক্ষেরও বেশি, আক্রান্ত ১৭৭৭০০০

করোনায় মৃত্যুর সংখ্যায় রেকর্ড গড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ এখনও পর্যন্ত করোনায় সব থেকে বেশি মৃত্যু হয়েছে আমেরিকাতেই৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: মৃত্যু মিছিল যেন থামছেই না৷ দিনে দিনে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে৷ তবে সুস্থও হয়ে উঠছেন অনেকে৷ কিন্তু কোনও রকম সঠিক চিকিৎসা বা ওষুধ না থাকার ফলে করোনা নিয়ে ছড়াচ্ছে মারাত্মক ভয়৷ করোনায় বিশ্বজুড়ে মৃত ১ লক্ষ ৮ হাজার৷ আক্রান্ত হয়েছেন ১৭ লক্ষ ৭৭ হাজার মানুষ এবং সুস্থ হয়ে উঠছেন ৪ লক্ষ ২ হাজার৷

করোনায় মৃত্যুর সংখ্যায় রেকর্ড গড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ এখনও পর্যন্ত করোনায় সব থেকে বেশি মৃত্যু হয়েছে আমেরিকাতেই৷ সেখানে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৩২ হাজার জন৷ তবে ধীরে ধীরে অনেকে সুস্থও হয়ে উঠেছে৷ অন্যদিকে ইতালিতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৯ হাজার ৫০০৷

এক নজরে বিশ্বজুড়ে (রবিবার সকাল পর্যন্ত) করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান--

মার্কিন যুক্তরাষ্ট্র-- ৫৩৩২৫৯ জন আক্রান্ত, মৃত-২০৫৯৭ইতালি - ১৫২২৭১ জন আক্রান্ত, মৃত-১৯৪৬৮

স্পেন- ১৬৩০২৭ আক্রান্ত, মৃত-১৬৬০৬ফ্রান্স- ৯৩৭৯০ আক্রান্ত, মৃত-১৩৮৩২ব্রিটেন- ৭৮৯৯১ আক্রান্ত, মৃত-৯৮৭৫

ভারতে করোনায় মৃত বেড়ে ২৭৩৷ দেশে করোনা আক্রান্ত ৭ হাজার ৩৬৭৷ সুস্থ হয়েছেন ৭১৫ জন করোনা আক্রান্ত৷

Published by:Pooja Basu
First published:

Tags: Coronavirus, COVID19