#কলকাতা: আরও এক করোনা আক্রান্তের মৃত্যু হল৷ কলকাতার লেকটাউন এলাকায় এক মহিলার মৃত্যু হল করোনা আক্রান্ত হয়ে৷ মৃত্যুর পরে রিপোর্টে এসেছে৷ তাঁর করোনা ভাইরাস পজিটিভ৷ তাঁর মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে বিধাননগরের ৩৫ নম্বর ওয়ার্ডে৷
বিধানননগর পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের ওই বাসিন্দা লেকটাউনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন৷ মঙ্গলবার তাঁর মৃত্যু হয়৷ পরিবারের লোকের হাতে মৃতদেহ তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ৷ ৩০ জন মিলে ওই মহিলার দেহ নিয়ে শ্মশানে শেষকৃত্য করতে গিয়েছিলেন৷ তাঁরা ফিরে জানতে পারেন, ওই মহিলার দেহে করোনা পজিটিভ ছিল৷ আতঙ্কে গোটা এলাকা স্যানিটাইজ করা হচ্ছে৷
রাজ্য সরকারের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১০ জন। এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১,৩৬৩। গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮ জনের। জানা যাচ্ছে, রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত ২,১৭৩ জন।