হোম /খবর /দেশ /
প্রসব বেদনায় ছটফট করছে স্ত্রী, সাইকেলে ১০ কিলোমিটার পেরিয়ে হাসপাতাল যাওয়ার পথেই জন্মাল সন্তান

প্রসব বেদনায় ছটফট করছে স্ত্রী, সাইকেলে ১০ কিলোমিটার পেরিয়ে হাসপাতাল যাওয়ার পথেই জন্মাল সন্তান

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শনিবার বিকালে প্রসব বেদনা ওঠে উত্তরপ্রদেশের রঘুনাথপুর গ্রামের এক গৃহবধূর। কোনও উপায় না পেয়ে স্ত্রীকে সাইকেলে চাপিয়ে নেন স্বামী।

  • Last Updated :
  • Share this:

#শাহজাহানপুরঃ বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব ১০ কিলোমিটার। প্রত্যন্ত গ্রামে এমনিই হাসপাতালে যাওয়ার প্রয়োজন হলে, গাড়ি পাওয়া যায় না, সেখানে লক ডাউন চলছে। এমতাবস্থায় শনিবার বিকালে প্রসব বেদনা ওঠে উত্তরপ্রদেশের রঘুনাথপুর গ্রামের এক গৃহবধূর। কোনও উপায় না পেয়ে স্ত্রীকে সাইকেলে চাপিয়ে নেন স্বামী। কিন্তু হাসপাতালে পৌঁছতে পারেননি তাঁরা। মাঝরাস্তাতেই জন্ম হয় ফুটফুটে কন্যাসন্তানের।

'একে রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর'- প্রচলিত এই প্রবাদ কমবেশি সকলেরই জানা।  একটা সমস্যার পড়ে আরেকটা সমস্যার উদয় হলে একথা সকলেই কমবেশি বলে থাকেন। ঠিক সেরকনি ঘটল এই বধূর জীবনের ক্ষেত্রেও। লক ডাউনে বন্ধ গণ পরিবহন ব্যবস্থা। ফলে নিত্য প্রয়োজনীয় কাজে তো বটেই, জরুরি ভিত্তিতে কোথাও যাওয়াও এককথায় অসম্ভব। আর গ্রাম হলে তো কোথাই নেই।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, দম্পতির সন্তান একেবারে সুস্থ রয়েছে। সুস্থ রয়েছেন ওই গৃহবধূও। এলাকার পুলিশ সুপার অপর্ণা গৌতম জানিয়েছেন, শনিবার বিকেলে যন্ত্রণায় কাতর স্ত্রীকে নিয়ে সাইকেলে করে হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছিলেন স্বামী। কিন্তু পাঁচ কিলোমিটার পর সিকন্দরপুর এলাকার পৌঁছনোর পর  সেখানেই সন্তান জন্ম দেন মহিলা। অসহায় স্বামী ফাঁকা রাস্তায় তখন এদিক অদিক কাউকে খুঁজছেন। সেই সময়ই পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি পুলিশ রেসপন্স ভ্যানে ফোন করে ঘটনার কথা জানান। পুলিশ ভ্যান এসে ওই দম্পতিকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানেই আপাতত চিকিৎসাধীন ওই মহিলা।

Published by:Shubhagata Dey
First published:

Tags: Child Birth, Lock Down