#কলকাতা: করোনা নিয়ে রাজ্য ও কেন্দ্র সংঘাত তুঙ্গে ৷ কেন্দ্রের তরফে পাঠানো প্রতিনিধি দলের সফরকে অ্যাডভেঞ্চার ট্যুরিজম বলে কটাক্ষ রাজ্যের শাসক দলের ৷ কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্যে আসাকে ঘিরে তৃণমূল প্রশ্ন তুলেছে, করোনা পরিস্থিতি যদি আসল উদ্দেশ্য হয় তাহলে গুজরাত বা উত্তরপ্রদেশে দলকে পাঠানো হল না কেন? সেকানকার পরিস্থিতি তো এরাজ্যের থেকেও খারাপ ৷ পাশাপাশি, এই ইস্যুতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছেন ৷
মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্যে আসার ইস্যুতে দলের তরফে সোচ্চার হন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ লোকসভার তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ‘কেন্দ্রের প্রতিনিধি দল আগে রাজ্যে পৌঁছে যাচ্ছে। তার পর মুখ্যমন্ত্রী জানতে পারছেন। এটা দুর্ভাগ্যজনক। রাজ্যের সঙ্গে আলোচনা করা যেত ৷আগে আলোচনা করলে বিরোধ হত না ৷ কেন্দ্র সীমানা রেখে কাজ করুক ৷ কেন প্রতিনিধি দল, জবাব চাই ৷’ অহেতুক যুদ্ধকালীন পরিস্থিতি তৈরির চেষ্টা। অভিযোগ তৃণমূল নেতার।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Centeral covid 19 team, Corona, Coronavirus, COVID-19, Home Lockdown, Lock Down, Stay Home, TMC