হোম /খবর /দেশ /
কারা ভ্যাকসিন নিতে পারবেন না? টিকাকরণ নিয়ে কেন্দ্রের নির্দেশিকা

কারা ভ্যাকসিন নিতে পারবেন না? টিকাকরণ নিয়ে কেন্দ্রের নির্দেশিকা

স্বাস্থ্যকর্মী ও প্রথম সারিতে থেকে যাঁরা করোনা মোকাবিলা করেছেন তাঁদেরকে সহ মোট ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে আগামী তিন মাসে। কোভ্যাকসিন ও কোভিশিল্ড এই দুটি ভ্যাকসিন দেওয়া হবে মানুষকে ১৬ জানুয়ারি থেকে।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: শনিবার থেকে সারা দেশে শুরু হচ্ছে টিকাকরণ। তার আগেই কেন্দ্রের তরফ থেকে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্যকর্মী ও প্রথম সারিতে থেকে যাঁরা করোনা মোকাবিলা করেছেন তাঁদেরকে সহ মোট ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে আগামী তিন মাসে। কোভ্যাকসিন ও কোভিশিল্ড এই দুটি ভ্যাকসিন দেওয়া হবে মানুষকে ১৬ জানুয়ারি থেকে।

কিন্তু প্রশ্ন হচ্ছে সকলে কি ভ্যাকসিন নিতে পারবেন? কেন্দ্র কী বলছে, কারা পারবে না?

দেখে নেওয়া যাক কাদের জন্য ভ্যাকসিন নয়-

১) ১৮ বছরের কম বয়সিদের কোভিড১৯ এর ভ্যাকসিন নেওয়ার অনুমতি নেই।

২) প্রসূতী এবং যাঁরা শিশুকে স্তন্যপান করান তাঁরাও টিকা নিতে পারবেন না।

৩) ওষুধ, বিশেষ খাবার বা ভ্যাকসিনে যাঁদের অ্যালার্জি হয় তাঁরা টিকা নিতে পারবেন না।

দ্বিতীয়ত কারা আপাতত ভ্যাকসিন নিতে পারবেন না?

১) কোভিড১৯ এর সক্রিয় উপসর্গ যাঁদের মধ্যে এখন রয়েছে।

২) কোভিড আক্রান্ত যে রোগীদের অ্যান্টিবডি বা প্লাজমা চিকিৎসা হয়েছে। এরা সুস্থ হওয়ার ৪ থেকে ৮ সপ্তাহ পরে টিকা নিতে পারবেন।

৩) যাঁরা সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অথবা যে কোনও অসুখেই হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন।

৪) যাঁদের রক্তপাতের কোনও রেকর্ড রয়েছে বা প্লেটলেট এর সমস্যা রয়েছে, বা রক্ত জমাট বেঁধে যাওয়ার প্রবণতা রয়েছে তাঁদের সতর্কীকরণ মেনে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন আছে।

এছাড়াও কেন্দ্রের এই নির্দেশিকায় বলা হয়েছে, প্রথম ডোজে যে ভ্যাকসিন দেওয়া হবে, দ্বিতীয় ডোজেও সেটিই দিতে হবে। ভ্যাকসিনগুলি +2°C to +8°C এই তাপমাত্রার মধ্যে রাখতে হবে। আলোর থেকে দূরে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। কোনও ভ্যাকসিন জমে গেলে সেটি বাতিল করা হবে।

হৃদযন্ত্রের অসুখ, স্নায়ুরোগে আক্রান্তরা এবং এইচআইভি রোগীরাও ভ্যাকসিন নিতে পারবেন।

Published by:Swaralipi Dasgupta
First published:

Tags: Coronavirus, Vaccine