#কলকাতা: করোনা নিয়ে যতই গবেষণা হোক না কেন, আমজনতা থেকে শুরু করে মন্ত্রী-আমলারা পর্যন্ত এটাই জানতে চান যে এই ভাইরাসের প্রতিষেধক কবে আসবে! যেহুতু এখনও এই রোগের ভ্যাকসিন আবিষ্কার হয়নি, তাই সবার মনে এই প্রশ্নই উকি মারছে, কোভিডের সম্ভাব্য চিকিৎসা ঠিক কী কী হতে পারে!
চিকিৎসকেরা বলছেন, চিকিৎসা পদ্ধতি নির্ভর করবে রোগীর শারীরিক অবস্থা কী রকম, তার উপরে। ইতিমধ্যেই দেখা গিয়েছে, সব করোনা আক্রান্তের উপসর্গ এক নয়। অনেকেরই খুব সাধারণ উপসর্গ দেখা যায়, আবার কেউ কেউ সাঙ্ঘাতিক শ্বাসকষ্টে ভোগেন।
২. যেখানে রোগী হাসপাতালে আছেন, তাঁকে প্রয়োজনে বাড়তি অক্সিজেন দেওয়া হলেও ব্রিদিং যন্ত্র দেওয়া হবে না। অ্যান্টিভাইরাল ওষুধ রেমিডেসিভির দেওয়া যেতে পারে আর প্রয়োজনে সামান্য স্টেরয়েড।
৩. রোগী হাসপাতালে আছেন এবং ব্রিদিং যন্ত্রও তাঁকে দেওয়া হয়েছে, তা হলেও অবস্থা বিশেষে তাঁকে স্টেরয়েড আর রেমিডেসিভির দেওয়া যাবে।
৪. নির্দেশিকা অনুযায়ী এই মুহূর্তে প্লাজমা থেরাপি সম্পর্কে বিশেষ কিছু বলা হয়নি। ওষুধ ছাড়াও ডাক্তাররা বিকল্প কিছু পদ্ধতিতে চিকিৎসা করছেন যেমন রোগীকে পেটের উপর ভর দিয়ে শুইয়ে রাখা হচ্ছে যাতে তাঁর ব্রিদিং মেশিং না লাগে ইত্যাদি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus