হোম /খবর /কলকাতা /
রাজ্য়ে ৫ ঘণ্টা খোলা বাজার! বন্ধ শপিং মল, জিম, রেস্তোরাঁ

West Bengal Covid Guidelines: রাজ্য়ে ৫ ঘণ্টা খোলা বাজার! বন্ধ শপিং মল, জিম, রেস্তোরাঁ

কেরল কর্ণাটকের পর লকডাউনে তামিলনাড়ুর

কেরল কর্ণাটকের পর লকডাউনে তামিলনাড়ুর

মুদি দোকান এবং ওষুধের দোকানকে এই সময়সীমার আওতার বাইরে রাখা হয়েছে৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: করোনা সংক্রমণ রুখতে এবার কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার৷ আগামিকাল, শনিবার থেকে রাজ্যে সমস্ত শপিং মল, বিউটি পার্লার, স্যুইমিং পুল, জিম, রেস্তোরাঁ, পানশালা, সিনেমা হল, স্পা, স্পোর্টস কমপ্লেক্স বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ দোকান, বাজার খোলার সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে৷ সকাল ৭ থেকে বেলা ১০টা এবং দুপুর ৩টে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দোকান- বাজার খোলা থাকবে৷ তবে মুদি দোকান এবং ওষুধের দোকান সমস্ত জরুরি পরিষেবাকে এই সময়সীমার আওতার বাইরে রাখা হয়েছে৷ তবে সেক্ষেত্রেও মানতে হবে কোভিড প্রোটোকল৷ পাশাপাশি সামাজিক অনুষ্ঠানেও জমায়েতের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য৷

আপাতত অনির্দিষ্টকালের জন্য এই নির্দেশিকা বলবৎ থাকবে৷ তবে হোম ডেলিভারি এবং অনলাইন পরিষেবা স্বাভাবিক ভাবেই চলবে বলে নবান্ন থেকে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে৷

গোটা এপ্রিল মাস ধরেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েছে৷ দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ হাজারের কাছে পৌঁছেছে৷  এই পরিস্থিতিতে বিধিনিষেধ আরোপ না করলে সংক্রমণের হারে লাগাম টানা সম্ভব হত না বলেই মত বিশেষজ্ঞদের৷

নবান্ন থেকে জারি হওয়া এই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যে সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা বা বিনোদন বিষয়ক কোনও রকমের জমায়েত করা যাবে না৷

অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর করার কথা বলেছে নবান্ন৷ নির্দেশিকা না মানলে বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী কড়া পদক্ষেপের কথা বলা হয়েছে নির্দেশিকায়৷

Abir Ghosal
Published by:Debamoy Ghosh
First published:

Tags: Coronavirus