এ দিন পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে রাজ্যের দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সেখানে অভিযোগ তোলা হয়েছে, ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফেরাতে উদ্যোগী হচ্ছে না রাজ্য সরকার৷ পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ট্রেনের জন্যও তারা আবেদন করছে না৷
সেই চিঠির প্রসঙ্গ না তুলেই রাজ্যের স্বরাষ্ট্রসচিব অবশ্য এ দিন দাবি করেছেন, কেরল, রাজস্থান, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পঞ্জাব, কর্ণাটকের মতো বেশ কয়েকটি রাজ্য সেখানে আটকে থাকা পশ্চিমবঙ্গের মানুষকে ফেরানোর জন্য রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল৷ মোট দশটি ট্রেনে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক এবং পর্যটক বা চিকিৎসা করাতে গিয়ে আটকে যাওয়া মানুষকে ফেরানোর ব্যবস্থা করছে রাজ্য সরকার৷ পাশাপাশি মথুরা, বৃন্দাবন, বারাণসীর মতো তীর্থস্থানগুলিতে আটকে পড়া এ রাজ্যের তীর্থযাত্রীদের ফিরিয়ে আনতেও সরকার উদ্যোগী হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব৷
তবে শুধু ট্রেন নয়, প্রতিবেশী রাজ্যগুলি থেকে যে পরিযায়ী শ্রমিকরা হেঁটে রাজ্যে ফেরার চেষ্টা করছেন, তাঁদেরকেও বাসে করে নিজেদের গন্তব্যে পৌঁছে দিচ্ছে রাজ্য সরকার৷ এর জন্য বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিম, অসম সহ প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে এ রাজ্যের সীমান্তে পর্যাপ্ত সংখ্যায় সরকারি এবং বেসরকারি বাস তৈরি রাখা হয়েছে৷ স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, গত কয়েকদিনে এই বাসগুলিতে করে ইতিমধ্যেই প্রতিবেশী রাজ্যগুলি থেকে আসা কয়েক হাজার শ্রমিক বাড়ি ফিরেছেন৷
একই ভাবে প্রতিবেশী রাজ্যগুলির যে বাসিন্দারা হেঁটে নিজের রাজ্যে ফেরার চেষ্টা করছেন, তাঁদেরকেও বাসে করে সংশ্লিষ্ট রাজ্যের সীমান্ত অথবা সেই রাজ্য সরকারের ঠিক করে দেওয়া নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব৷ একই সঙ্গে বিদেশ থেকে বিশেষ বিমানে এ রাজ্যের বাসিন্দাদের যদি পৌঁছে দেওয়া হয়, তার জন্যও রাজ্য সরকার তৈরি বলে কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে৷
রাজ্যের তরফে এ দিন জানানো হয়েছে, সরকারের চালু করা বিশেষ অ্যাপ থেকে অনুমতি নিয়ে এই রাজ্যে আটকে থাকা প্রায় ১৯ হাজার মানুষ ছোট গাড়িতে করে অন্য রাজ্যে চলে গিয়েছেন৷ আর বাসের মতো বড় যানবাহনে রাজ্য ছেড়েছেন প্রায় ১১৭২ জন৷ একই ভাবে ভিন রাজ্যে আটকে থাকা প্রায় সাড়ে ৫ হাজার মানুষ ছোট গাড়িতে এ রাজ্যে ফিরেছেন, বাসে ফিরেছেন রাজ্যের ৭০০ বাসিন্দা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।