#কলকাতা: অতীতের সমস্ত পরিসংখ্যানকে পিছনে ফেলে দিয়েছে রাজ্যের করোনা সংক্রমণ। মাত্র ২৪ ঘণ্টায় এই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৪৪ জন। মৃত্যু হয়েছে অন্তত ২৬ জনের।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ১০৯ জন। এর মধ্যে সক্রিয় ভাবে আক্রান্ত অন্তত ৯ হাজার ৫৮৮ জন। এ পর্যন্ত করোনা জেরে মৃত্যু হয়েছে ৯০৬ জনের।
শেষ ২৪ ঘণ্টায় হুহু করে সংক্রমণ ছড়িয়েছে কলকাতা, উত্তর চব্বিশ পরগণার মতো জেলাগুলিতে। শুধু কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ৪১২ জন। উত্তর চব্বিশ পরগণায় আক্রান্ত হয়েছেন ৩২৭ জন।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর এ দিন, মোট ১১ হাজার ৪০৩জনের লালারসের নমুনা পরীক্ষা হয়েছে। স্বাস্থ্য দফতর জানাচ্ছে, এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৬লক্ষ ৫ হাজার ৩৭০ জনের।
সরকারি তথ্য অনুযায়ী, এ দিন মোট ৬১১ জন করোনা আক্রান্ত ভাল হয়ে বাড়ি ফিরেছেন। এখনও পর্যন্ত সেরে উঠেছেন মোট ১৭ হাজার করোনা আক্রান্তই। করোনা থেকে ভাল হয়ে ওঠা রোগীর সংখ্যা শতকরা হিসেবে ৬৩.১১ শতাংশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19