#কলকাতা: গোটা দেশের মতো পশ্চিমবঙ্গেও করোনা পরিস্থিতি ভয়াবহ চেহারা নিচ্ছে৷ রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮২ জন মানুষ। এই পরিসংখ্যান গত কয়েকমাসে মধ্যে রেকর্ড বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা। বুধবার যে রিপোর্ট স্বাস্থ্য দফতর দিয়েছে তাতে আশঙ্কার সিঁদুরে মেঘ দেখা যাচ্ছে বাংলার আকাশে। রেকর্ড বলছে সংক্রমণের সংখ্যার নিরিখে সবার উপরে কলকাতা। এভাবে যদি করোনার সংক্রমণ বাড়তে থাকে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেই মনে করেন চিকিৎসকেরা। এদিকে আজ থেকেই শুরু হয়েছে ৪৫ বছরের উর্ধে ব্যক্তিদের টিকাকরণ।
স্বাস্থ্য দফতরের শেষ রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। যা গত কয়েকমাসে রেকর্ড বলেই জানাচ্ছেন ডাক্তাররা। মঙ্গলবারের সরকারি রিপোর্ট অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্ত হন ৬২৮ জন। ফলে এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৮৬ হাজার ৯১৫ জন।গত ২৪ ঘটনায় চিকিৎসাধীন কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪৭২ জন। বাড়তে থাকা চিকিৎসাধীন কোভিড রোগীর সংখ্যা ভাবাচ্ছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের।
তবে ইতিমধ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৭০ হাজার ৮১১ জন। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাজয়ী হয়েছেন ৫০৮ জন। এদিনে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭.২৬ শতাংশ। একদিনে রাজ্যে মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ২ জনের। দুজনেই কলকাতা ও উত্তর ২৪ পরগণার বাসিন্দা। ফলে এদিন রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৩২৯ জন। গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে নমুনা পরীক্ষার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৫৩৭ জনের লালারস পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হল রাজ্যে ৯১ লক্ষ ৭২ হাজার ৫৯৯।
রাজ্যের মধ্যে করোনার হটস্পট হয়ে উঠছে সেই কলকাতা। কলকাতায় একদিকে করোনা আক্রান্ত হলেন ৩৮০ জন। এর ঠিক পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগণা। যেখানে গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমিত হয়েছেন ২১২ জন। এই উর্ধমুখী পরিসংখ্যানই ভাবাচ্ছে চিকিৎসকদের। যদিও রাজ্য প্রশাসন করোনা যুদ্ধে এই মুহূর্তে টিকাকরণের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি করোনার সংক্রমণ রুখতে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার ও 'সোশ্যাল ডিস্ট্যানসিং' মানার ওপর আরও বেশি করে জোর দিচ্ছেন চিকিৎসক ও প্রশাসকরা। এরইসঙ্গে মাইক্রো কনটেনমেন্ট জোনের কথাও ভাবা হচ্ছে।