#কলকাতা: করোনা মোকাবিলায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নার্সদের ৷ তাদের সেবা-যত্নেই সুস্থ হয়ে ওঠেন রোগীরা ৷ এই করোনা যুদ্ধের সৈনিকদের এদিন ট্যুইটে কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
আজ অর্থাৎ ১২ মে ইন্টারন্যাশনাল নার্সেস ডে। আজ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল, আধুনিক নার্সিংয়ের প্রবর্তক। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। তাঁর সম্মানেই পালিত হয় আজকের দিনটি ৷ আর তাঁকে অনুসরণ করে যে উত্তরসূরিরা কাজ করে চলেছেন তাদের কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি নার্সদের উদ্দেশে ট্যুইটে লেখেন- ‘করোনা ঠেকাতে রোগীদের সেবায় নার্সদের ভূমিকা গুরুত্বপূর্ণ ৷ নিজেদের পরিবার পরিজন ছেড়ে রোগীর সেবা করছেন নার্সরা ৷ জীবন বাজি রেখে কাজ করছেন হাসপাতালে ৷ সকল নার্সদের কুর্নিশ৷’
শুধু সেবা নয়, যিনি পরিচ্ছন্নতায়ও সমান জোর দিতেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। যা কিনা এই সময়েও একই রকম প্রাসঙ্গিক। ২০২০ সালটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নার্সদেরই বছর হিসেবে ঘোষণা করেছে ৷ এবছরই ফ্লোরেন্স নাইটেঙ্গেলের দ্বিশতবর্ষ ৷ বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতিতে প্রথম সারির সৈনিক নার্সরাই ৷ করোনা রোগীকে সুস্থ করতে গিয়ে ইতিমধ্যেই দেশে আক্রান্ত প্রায় ৫০০ নার্স ৷
Today is #InternationalNursesDay. Nurses are playing an important role in our fight against the coronavirus. We salute all those nurses who are selflessly attending to the patients in this time of crisis, putting themselves and their own families at risk.
— Mamata Banerjee (@MamataOfficial) May 12, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, Corona, Corona outbreak, Corona state lock down, Coronavirus, COVID-19, International Nurses Day