Home /News /coronavirus-latest-news /
#Coronavirus: বাড়ি ফেরার পর খুদে কোলে উঠতে চাইতেই কান্নায় ভেঙে পড়লেন চিকিৎসক বাবা, মর্মস্পর্শী ভিডিও মুহূর্তেই Viral

#Coronavirus: বাড়ি ফেরার পর খুদে কোলে উঠতে চাইতেই কান্নায় ভেঙে পড়লেন চিকিৎসক বাবা, মর্মস্পর্শী ভিডিও মুহূর্তেই Viral

Photo Courtesy- Twitter / Video Grab

Photo Courtesy- Twitter / Video Grab

মাত্র ৬ সেকেন্ডের এই ভিডিও ইতিমধ্যেই দেখেছেন এক কোটিরও বেশি মানুষ৷

 • Share this:

  #রিয়াধ: করোনা ভাইরাসের দাপটে দিশেহারা মানুষ৷ সারা পৃথিবীতে মারণ থাবা থেকে লক্ষ লক্ষ মানুষকে বাঁচাতে দিনরাত এক করে কাজ করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ৷ ভারত থেকে ইতালি, আমেরিকা থেকে স্পেন সব জায়গায় ছবিটা এক ৷ সৌদি আরবের এক চিকিৎসকের এক ভিডিও ভাইরাল হয়েছে ৷

  ভিডিওতে দেখা যাচ্ছে এক চিকিৎসকের পোশাকে রয়েছেন এক ব্যক্তি , তাঁকে দেখে দরজার অন্যদিকে এক খুদে দাঁড়িয়ে আছে৷ সে চিকিৎসক বাবাকে দেখে দৌড়ে তাঁর কোলে উঠতে চায় ৷ কিন্তু বাবা তাঁকে দূরেই আটকে দিচ্ছেন আর এরপরেই কান্নায় ভেঙে পরছেন বাবা ৷

  আসলে সৌদির ওই চিকিৎসক এই মুহূর্তে করোনার চিকিৎসা করছেন ৷ মারণ এই রোগের সংক্রমণ এত সহজে ছড়িয়ে পড়ে তা এখন সকলেরই জানা ৷ তাই চিকিৎসক বাবা নিজের প্রাণের থেকে প্রিয় সন্তানকে বাঁচাতে তাঁর থেকে দূরেই থামিয়ে দিচ্ছেন ৷ কিন্তু শারীরিক ও মানসিক অসহ্য চাপে থাকা চিকিৎসকের কাছে সন্তানের স্পর্শ যে আসামাণ্য শান্তি এনে দেয় এটাও এই মুহূর্তে হচ্ছে না তাই কান্নায় ভেঙে পরেছেন তিনি ৷

  দেখুন সেই ভিডিও ৷

  মর্মস্পর্শী এই ভিডিও মুহূর্তেই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়েছে ৷ মাত্র ৬ সেকেন্ডের এই ভিডিও ইতিমধ্যেই দেখেছেন এক কোটিরও বেশি মানুষ৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Coronavirus, Viral Video, করোনা ভাইরাস, ভাইরাল ভিডিও

  পরবর্তী খবর