হোম /খবর /বিদেশ /
ঠিক কীভাবে মারণ করোনা ভাইরাস আক্রমণ করে ফুসফুসকে, চিকিৎসকরা দেখালেন ভিডিওতে

ঠিক কীভাবে মারণ করোনা ভাইরাস আক্রমণ করে ফুসফুসকে, চিকিৎসকরা দেখালেন ভিডিওতে

Photo Courtesy- Youtube/ Video Grab

Photo Courtesy- Youtube/ Video Grab

মারণ ভাইরাস কীরকমভাবে ধীরে ধীরে সংক্রমিত হয় ফুসফুস, রোগির ফুসফুসের ভিডিও দেখালেন মার্কিন চিকিৎসক

  • Last Updated :
  • Share this:

#ওয়াশিংটন ডিসি : এই মারণ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্ব অস্থির৷ ‘প্রথম বিশ্ব’-র দেশগুলিও নাজেহাল এই মারণ ভাইরাসের মোকাবিলা করতে ৷ কবে এই রোগের লক্ষণ দেখা যাবে তা নিয়ে যেরকম নানারকম ঘটনা ঘটছে, তেমনি রোগী এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েও বাইরে কোনও লক্ষণ দেখাচ্ছেন না শুরুতে ৷ অথচ সেসময়ের মধ্যে আক্রান্তের ফুসফুসে প্রভাব বিস্তার করতে শুরু করছে ৷

মার্কিন চিকিৎসক কেইথ মর্টম্যান জানিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই  Covid-19 আক্রান্ত রোগিদের ফুসফুস সংক্রমিত হয়ে যাচ্ছে৷ ওয়াশিংটন ডিসি-র ইউনিভার্সিটি হাসপাতালের পক্ষ থেকে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে একটি ৩ ডি ভিডিওতে করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির ফুসফুস কীভাবে প্রভাবিত হচ্ছে তা দেখানো হচ্ছে ৷

ভিডিওতে দেখা যাচ্ছে এক ৫৯ বছরের প্রৌঢ়ের ক্ষেত্রে ঠিক কীভাবে ধীরে ধীরে প্রভাব ফেলেছে , ়যে ব্যক্তি এখানে করোনা আক্রান্ত তিনি উচ্চ রক্তচাপের রোগিও৷ এই রোগি -র নিঃশ্বাস নিতে অসুবিধা হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয় ৷ এই রোগির রক্ত সঞ্চালনও কৃত্রিম উপায়ে করা হয় ৷
ভিডিওটিতে ফুসফুসের সংক্রমিত এলাকাগুলি বুঝতে পারার জন্য সেগুলিকে আলাদা করে চিহ্নিত করে দেওয়া হয়েছে ৷ মর্টম্যান ডানিয়েছেন হলুদ রঙের চিহ্নিত অংশটিই আসলে সংক্রমিত ৷ এই সব মারাত্মকভাবে সংক্রমিত রোগীদের ক্ষেত্রে এক সপ্তাহ বাদে সংক্রমণ আরও খারাপ জায়গায় গিয়ে পৌঁছচ্ছে৷
আস্তে আস্তে এক জায়গা থেকে বিভিন্ন জায়গাকে আলাদা আলাদা করে সংক্রমিত করে দেয় ৷ আস্তে আস্তে রোগির দুটি ফুসফুসই সম্পূর্ণ রূপে সংক্রমণের আওতায় চলে যাচ্ছিল ৷ চিকিৎসক জানিয়েছেন যারা সুস্থ তাদের ফুসফুসে কেনওরকমেক সংক্রমণ থাকার কথা নয় ৷ আর এই ধরণের রোগিরা আইসিইউ তে ক্রিটিক্যাল অবস্থায় থাকেন ৷
আসলে এই ভিডিও দিয়ে চিকিৎসকরা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর দিকেই নজর দেওয়াতে চেয়েছেন৷ চিকিৎসক জানিয়েছেন , ‘আমি চাই মানুষ এটা দেখুক এবং বুঝুক এটা ঠিক কী করতে পারে, মানুষকে এটা সিরিয়াসভাবে নিতে হবে ৷ ’ভিডিওটিতে দেখা যাচ্ছে সিটি ইমেজিংয়ের মাধ্যমে কী ভাবে ছড়ায় সংক্রমণ ৷ এই সিটি ইমেজিংয়ের মাধ্যমে ক্যান্সার স্ক্রিনিং, অস্ত্রোপচারের ক্ষেত্রে ব্যবহার করা হয় ৷ এই প্রথম এই টেকনোলজি নোভেল করোনা ভাইরাসের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ৷
মর্টম্যান জানিয়েছেন, ‘এখনও এই বিষয়টা নিয়ে অনেকেই অন্ধকারে, তাই এটা সবচেয়ে ভালো করে যাতে বোঝা যায় সেটাই আমরা চাই৷ এটা আমাদের এখানে করোনার প্রথম রোগির ছবি কিন্তু আমি জানি সামনের কয়েক সপ্তাহে এরকম আরও রোগিরা আসবেন ৷ ’
Published by:Debalina Datta
First published:

Tags: Coronavirus, CVOID 19, Lungs, US, করোনা ভাইরাস