হোম /খবর /দেশ /
আরও ট্রেন বাড়ানোর ইঙ্গিত রেলের, এবার মিলবে ওয়েটিং লিস্ট টিকিট

আরও ট্রেন বাড়ানোর ইঙ্গিত রেলের, এবার মিলবে ওয়েটিং লিস্ট টিকিট

প্রতীকী ছবি৷

প্রতীকী ছবি৷

১৫ মে থেকেই ওয়েটিং লিস্ট টিকিট কাটার সুযোগ পাবেন যাত্রীরা৷ তবে যাত্রা শুরু হতে হবে ২২ মে অথবা তার পরে৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: মঙ্গলবার থেকেই বিশেষ ট্রেন পরিষেবা শুরু করেছে রেল৷ এবার ধাপে ধাপে আরও ট্রেন বৃদ্ধির ইঙ্গিত দিল রেল বোর্ড৷ বুধবারই নির্দেশিকা জারি করে রেল বোর্ড জানিয়েছে, ২২ মে এবং তার পরের রেল যাত্রার জন্য যে ট্রেনগুলির টিকিট কাটা হবে, তাতে ওয়েটিং লিস্টের টিকিট পাওয়ার সুযোগ পাবেন যাত্রীরা৷ তবে শুধুমাত্র ১৫টি রুটের বিশেষ ট্রেন নয়, খুব শিগগিরই রেল আরও যে যে পরিষেবা শুরু করবে, সেই ট্রেনগুলিতেও এই সুযোগ পাবেন যাত্রীরা৷

রেলের এই নির্দেশিকা থেকেই স্পষ্ট, ধাপে ধাপে মেল, এক্সপ্রেস এবং চেয়ার কার পরিষেবা শুরু করার পরিকল্পনা করা হচ্ছে৷ মঙ্গলবার থেকে নয়াদিল্লি থেকে বিভিন্ন শহরে যে ১৫ জোড়া ট্রেন চলছে, সেগুলি সবই এসি স্পেশ্যাল ট্রেন৷ এই ট্রেনগুলিতে ওয়েটিং লিস্ট টিকিট দেওয়া হচ্ছে না৷

এ দিনের নির্দেশিকায় রেল বোর্ড জানিয়েছেন, ২২ মে এবং তার পরের যাত্রার জন্য এস থ্রি টায়ার-এ ১০০টি, এসি টু টায়ারে ৫০টি, স্লিপার ক্লাসে ২০০টি, চেয়ার কারে ১০০টি এবং ফার্স্ট ক্লাস ও এক্সিকিউটিভ ক্লাসে ২০টি করে ওয়েটিং লিস্ট টিকিট দেওয়া হবে৷ তবে কোনও RAC টিকিট দেওয়া হবে না৷

১৫ মে থেকেই ওয়েটিং লিস্ট টিকিট কাটার সুযোগ পাবেন যাত্রীরা৷ তবে যাত্রা শুরু হতে হবে ২২ মে অথবা তার পরে৷ বড় শহরগুলির পাশাপাশি এবার ছোট শহরগুলিতেও রেল যোগাযোগ শুরু করার পরিকল্পনাই রেল করছে বলে মনে করা হচ্ছে৷ তবে নতুন ট্রেন পরিষেবা শুরুর কোনও নির্দেশিকা এখনও রেল দেয়নি৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Indian Railways, Special train service