Home /News /coronavirus-latest-news /
করোনা সংক্রমণে শ্রমিকদের সবেতন ২৮ দিনের ছুটির ঘোষণা, তবে...

করোনা সংক্রমণে শ্রমিকদের সবেতন ২৮ দিনের ছুটির ঘোষণা, তবে...

 • Share this:

  #নয়ডা: করোনার সংক্রমণ হলে আইসোলেশনে থাকা শ্রমিককে দিতে হবে পুরো ২৮ দিনের বেতন৷ জানিয়ে দিল গৌতমবুদ্ধ নগর প্রশাসন৷ এই নির্দেশ কার্যকর হবে নয়ডা ও গ্রেটার নয়ডা এলাকায়৷ দিল্লিজুড়ে অসংগঠিত শ্রমিকদের ভিড় নজর কেড়েছে দেশবাসীর৷ লকডাউনের জেরে তারা বিপর্যস্ত৷ দিন আনা দিন খাওয়া মানুষের সংখ্যা বিশাল৷ এবং রোজগার বন্ধ হওয়ার ফলে তাদের মাথার ওপর ছাদও হারিয়েছে৷ ফলে খুবই সমস্যায় এই শ্রমিক সংগঠন এবং তাদের পরিবার৷ এই অবস্থায় গৌতম বুদ্ধ নগর জেলা প্রশাসনের তফরে এই নির্দেশ খুবই তাৎপর্যপূর্ণ৷ অর্থাৎ করোনায় আক্রান্ত শ্রমিকরা সবেতন ২৮ দিনের ছুটি পাবেন৷

  এর পাশাপাশি আরও একটি নির্দেশ জারি করে তারা৷ জানিয়ে দেওয়া হয় যে লকডাউনের জেরে বন্ধ দোকান বা ফ্যাক্টরির শ্রমিকদেরও দিতে হবে প্রতিদিনের ন্যায্য মাইনে৷ দোকান বন্ধ হবে কর্মীর বেতনও বন্ধ, সেই নিয়ম চলবে না, স্পষ্ট করেছে গৌতম বুদ্ধনগর জেলা প্রশাসন৷

  গৌতমবুদ্ধ নগরের জেলা শাসক বিএন সিং জানিয়েছেন যে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার এই অতিমারীকে বিপর্যয় বলে ঘোষণা করেছে৷ এর থেকে মুক্তি পেতেই লকডাউন একমাত্র পথ বলেই জানানো হয়েছে৷ কিন্তু লকডাউনের ফলে খুবই সমস্যায় পড়েছে শ্রমিক শ্রেণী৷ কারণ এরফলে ভিন রাজ্যে থাকা শ্রমিকরা কেউই ফিরতে পারেননি নিজ রাজ্যে৷ অন্য রাজ্যে তারা এখন ভিড় জমিয়েছেন৷ আর্থিক কষ্টের মধ্যে দিন কাটছে তাদের এবং তার সঙ্গে রয়েছে নিজের রাজ্যে ফেরার অনিশ্চয়তা৷

  তাই তাদের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত প্রশাসনের৷ তবে এক্ষেত্রে শ্রমিকদের করোনার সংক্রমণ ও সেই সক্রান্ত চিকিৎসার নথি জমা করতে হবে৷ তাহলেই ২৮ দিনের সবেতন ছুটি পাবেন তারা৷

  ৩০ এবং ৩১-শে মার্চ অথবা ৩ বা ৪ এপ্রিলের মধ্যে বেতন দিয়ে দিতে হবে তবে কীভাবে তা কর্মী বা শ্রমিকদের হাতে তুলে দিতে হবে, তার ব্যবস্থা করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ এর অন্যথা হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেন জেলাশাসক৷ এই নিয়ম না মানা হলে ১ বছরের জেল এবং আর্থিক জরিমানা করা হবে৷ এছাড়াও ২ বছরের জেল হতে পারে বলেও খবর৷

  কোনও রকম প্রয়োজনে একটি কন্ট্রোল রুম নম্বরও দিয়েছেন তারা৷ নম্বরটি হল 0120-2544700.

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Coronavirus, COVID19

  পরবর্তী খবর