Home /News /coronavirus-latest-news /
করোনা আক্রান্ত হয়ে প্রয়াত আবৃত্তিকার প্রদীপ ঘোষ

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত আবৃত্তিকার প্রদীপ ঘোষ

প্রদীপ ঘোষ আবৃত্তির জগতে ছিলেন এক অনবদ্য নাম। তাঁকে ঘিরে বাচিক শিল্পের এক প্রতিষ্ঠান তৈরি হয়ে গিয়েছিল বলা চলে।

 • Share this:

  #‌‌কলকাতা:‌ করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিখ্যাত বাচিক শিল্পী প্রদীপ ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। পরিবার সূত্রে জানানো হয়েছে, এদিন সকাল সাড়ে ছ’‌টা নাগাদ ঘুমের মধ্যেই মৃত্যু হয় এই আবৃত্তিকারের। পরিবার আরও জানিয়েছে, শনিবার থেকে জ্বর ছিল তাঁর। করোনা পরীক্ষাও করা হয়েছিল। মৃত্যুর পর করোনা পরীক্ষার রিপোর্টে জানা যায়, তিনি কোভিড পজিটিভ ছিলেন। তবে তাঁর শরীরে কোনওরকম উপসর্গ ছিল না। ঘটনায় শোক প্রকাশ করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটে লিখেছেন, ‘‌বিখ্যাত বাচিক শিল্পী প্রদীপ ঘোষের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর পরিবার, সহকর্মী ও গুণমুগ্ধদের প্রতি সমবেদনা জানাই।

  প্রদীপ ঘোষ আবৃত্তির জগতে ছিলেন এক অনবদ্য নাম। তাঁকে ঘিরে বাচিক শিল্পের এক প্রতিষ্ঠান তৈরি হয়ে গিয়েছিল বলা চলে। তাঁর কণ্ঠস্বর, উচ্চারণের ভঙ্গি বছরের পর বছর শ্রোতাদের মুগ্ধ করে এসেছিল। এছাড়াও তিনি তথ্য সংস্কৃতি বিভাগে যুগ্ম অধিকর্তা হিসাবে সাফল্যের সঙ্গে কাজ করেছিলেন। ২০১৭ সালে তাঁকে কাজী সব্যসাচী পুরস্কার দেওয়া হয়। বাচিক শিল্পের যে একটি নিজস্ব ছন্দ আছে, তাঁর যে ব্যাকরণ আছে, তা এককথায় নতুন খাতে বইয়ে দিতে পেরেছিলেন প্রদীপ ঘোষ। তাঁর উদাত্ত কণ্ঠের পাঠ অনেক মানুষকে হতবাক করে দিতে পেরেছিল। তিনি জীবনে মঞ্চ ভাগ করেছেন কাজী সব্যসাচীর মতো প্রবাদপ্রতীম শিল্পীর সঙ্গে। বাংলার বাচিক শিল্পকে নিয়ে গিয়েছেন আন্তর্জাতিক আঙিনায়। তাঁর মৃত্যুতে শোকস্তদ্ধ বাংলার শিল্পী মহলও।

  Published by:Uddalak Bhattacharya
  First published:

  পরবর্তী খবর