হোম /খবর /দেশ /
করোনা সৈনিকদের পাশে সেলেব দম্পতি, মুম্বই পুলিশের জন্য যা করলেন বিরাট-অনুষ্কা..

করোনা সৈনিকদের পাশে সেলেব দম্পতি, মুম্বই পুলিশকে লক্ষ টাকা দান বিরাট-অনুষ্কার !

স্বয়ং মুম্বই পুলিশের সিপি ট্যুইট করে তাদের ধন্যবাদ দিয়েছেন ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ফের করোনা পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিরুষ্কা ৷ পিএম ফান্ডের পর এবার মুম্বই পুলিশের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন এই সেলেব দম্পতি ৷ ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট ও তাঁর স্ত্রী অভিনেত্রী অনুষ্কা মুম্বই পুলিশের ওয়েলফেয়ার ফান্ডে দিলেন ১০ লাখ টাকা ৷ স্বয়ং মুম্বই পুলিশের সিপি ট্যুইট করে তাদের ধন্যবাদ দিয়েছেন ৷

করোনার জেরে গোটা দেশ, গোটা বিশ্ব যেন স্তব্ধ হয়ে পড়েছে ৷ এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে গোটা বিশ্বে মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷ ভারতেও আক্রান্তের ৬০হাজারের দোরগোড়ায় ৷ গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৩২০ ৷ এই সংখ্যা এ যাবতকালের সর্বোচ্চ ৷ দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে এগিয়ে মহারাষ্ট্র ৷ এত করোনা সংক্রমণের কারণে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী- চিকিৎসক থেকে পুলিশ কর্মীরাও আক্রান্ত হয়ে পড়ছেন ৷ মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত সেই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭১৪ জন পুলিশকর্মী। এমতাবস্থায় এই করোনা সৈনিকদের সাহায্যে, তাদের মনোবল বাড়াতে পাশে এসে দাঁড়িয়েছেন বিরাট-অনুষ্কা ৷ দুজনেই ৫ লাখ টাকা করে মুম্বই পুলিশের ফাণ্ডে দিয়েছেন ৷

Published by:Elina Datta
First published:

Tags: Anushka Sharma, Corona, Corona outbreak, Corona state lock down, Coronavirus, COVID-19, Mumbai Police, Virat Kohli