corona virus btn
corona virus btn
Loading

নিমেষে ভিড় উধাও মুম্বই শহরে, খালি শহরে এখন শুধুই বাঁচার আর্তি, দেখুন ভিডিও...

নিমেষে ভিড় উধাও মুম্বই শহরে, খালি শহরে এখন শুধুই বাঁচার আর্তি, দেখুন ভিডিও...

কোনও বিস্ফোরণ, কোনও সন্ত্রাসবাদী হামলায় ভীত হয় না এই শহর৷ এবার করোনার সঙ্গে লড়াইয়েও একইভাবে এগিয়ে এসেছেন মুম্বইবাসী

  • Share this:

#মুম্বই: মুম্বই মানেই ভিড়ে ঠাসাঠাসি! মুম্বই মানেই ভিড়ে চিড়ে চ্যাপটা লোকাল ট্রেন৷ থিকথিকে ভিড় গেটওয়ে বা সিলিঙ্কে গাড়ির ভিড়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা৷ তবে সে ছবি নিমেষে বদলেছে৷ এই ক’দিনে ওলটপালট হয়ে গিয়েছে অনেক কিছু৷ যে শহর জানে না থামতে, যে শহর কখনও ঢলে পড়ে না ঘুমে, সেই শহরেই এখন শূন্যতা৷ এমন ফাঁকা রাস্তা বা সমুদ্র বিচ কেউ গত ৫০ বছরে কেউ দেখেছেন কিনা সন্দেহ৷ করোনা আতঙ্কে এখন কোনও ঝুঁকি নিতে চাইছেন না কেউ৷

কোনও বিস্ফোরণ, কোনও সন্ত্রাসবাদী হামলায় ভীত হয় না এই শহর৷ এবার করোনার সঙ্গে লড়াইয়েও একইভাবে এগিয়ে এসেছেন মুম্বইবাসী৷ অপ্রয়োজনে তারা বাড়ির বাইরে বেরোচ্ছেন না৷ সকলেই কাঁধে কাঁধ মিলে সামিল হয়েছেন এই লকডাউনে যা এই মুহূর্তে সবথেকে প্রয়োজন৷ খালি মুম্বইয়ের রাস্তাঘাটের ভিডিও তুলে ধরেছে করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা মুভিজ৷ দেখুন মুম্বইয়ের শূন্য রাস্তার সেই ছবি, যা এক ইতিহাসের সাক্ষী৷

First published: March 26, 2020, 9:44 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर