Home /News /coronavirus-latest-news /
আমেরিকার ওপর 'হামলাই' চালানো হয়েছে, এটা কোনও ফ্লু নয়! তোপ মার্কিন রাষ্ট্রপতির

আমেরিকার ওপর 'হামলাই' চালানো হয়েছে, এটা কোনও ফ্লু নয়! তোপ মার্কিন রাষ্ট্রপতির

ট্রাম্প জানিয়েছে, গত তিন বছরে দেশের অর্থনৈতিক উন্নতি ছিল চোখে পড়া মতো৷ বিশ্ব ইতিহাসে অন্যান্য দেশের থেকে আমেরিকার অর্থনীতি খুবই ভাল জায়গায় ছিল৷ কিন্তু লকডাউনের ফলে এক ধাক্কায় সব ওলট-পালট হয়েছে বলে তার মত

 • Share this:

  #ওয়াশিংটন: তাদের দেশের ওপর একপ্রকার হামলা করা হয়েছে৷ করোনাকে অস্ত্রের সঙ্গে তুলনা করে এমনই দাবি করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প৷ কারণ তিনি মনে করেন যে এটা কোনও রকম ফ্লু নয়৷ এটা ফ্লুয়ের মোড়কে এক মারণ তোপ, যার জেরে কিছুটা হলেও বিপর্যস্ত তাদের দেশের অর্থনীতি৷ এই ধরণের খারাপ সময় আমেরিকায় শেষ দেখা গিয়েছিল ১৯১৭-এ, জানিয়েছেন ট্রাম্প৷ হোয়াইট হাউজের এক সাংবাদিক সম্মেলনে রাষ্ট্র ঋণ নিয়ে ওঠা প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাষ্ট্রপতি ট্রাম্প জানান তার প্রশাসন মানুষের সাহায্যে এগিয়ে এসেছে৷ এই বিপর্যয় তারা কাটিয়ে উঠবেন বলেই দাবি তার৷

  ট্রাম্প জানিয়েছে, গত তিন বছরে দেশের অর্থনৈতিক উন্নতি ছিল চোখে পড়া মতো৷ বিশ্ব ইতিহাসে অন্যান্য দেশের থেকে আমেরিকার অর্থনীতি খুবই ভাল জায়গায় ছিল৷ কিন্তু লকডাউনের ফলে এক ধাক্কায় সব ওলট-পালট হয়েছে বলে তার মত৷ কিন্তু আবার এক এক করে বাণিজ্যিকে ভাবে তারা ঘুরে দাঁড়াবে, যার জন্য বড় ইন্ডাস্ট্রিগুলিকে সাহায্য করবে তার সরকার৷

  তিনি আরও জানিয়েছেন যে দু’মাস আগেই দেশের উড়ান সংস্থা থেকে শুরু করে অন্যান্য বড় সংস্থাগুলি দারুণ ব্যবসা করছিল৷ তারপরই এই ধস৷ তবে দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সব রকম সাহায্য করবে মার্কিন সরকার৷ স্পষ্ট করেছেন ট্রাম্প৷ আপাতত আমেরিকায় মৃত ও আক্রান্তের হার কমেছে, করোনায় প্রভাবে দেশে দেখা গিয়ে নিম্নগামী গ্রাফ৷ অর্থাৎ করোনার সঙ্গে লড়াইয়ে একটু একটু করে জিতছে আমেরিকা৷ তাই ট্রাম্প আশাবাদী যে দেশ এই অচলাবস্তা কাটিয়ে উঠবে খুবই তাড়াতাড়ি৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Coronavirus, Donald Trump, USA

  পরবর্তী খবর