#নিউইয়র্ক: যাদবপুর ছেড়ে স্টেটসে পাড়ি দিয়েছিলেন তিন দশকেরও বেশি সময় আগে। ৩০ বছর ধরে দীপন রায়ের ঠিকানা নিউইয়র্কের হারলেমে। টেরি কলেজ অফ ফার্মেসিতে অধ্যাপনার পেশায় যুক্ত দীপন রায়। ফার্মেসির কাজের সঙ্গে যুক্ত থাকার কারণেই করোনা তাণ্ডবে লন্ডভন্ড নিউ ইয়র্কে বেশ কয়েকজন COVID-19 পজিটিভ রোগীর তথ্য পরিসংখ্যান দিলেন কলকাতার সন্তোষপুর প্রবাসী বাঙালির নখদর্পণে।
নিউইয়র্কে করোনা আক্রান্তদের তথ্য বিশ্লেষণ করে কলকাতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক বিশেষজ্ঞের পরামর্শ,"শরীরে করোনা প্রতিরোধক ক্ষমতা বাড়াতে ভিটামিন সি-র পরিমাণ বাড়াতে হবে।"
একইসঙ্গে করোনা প্রতিষেধক হিসেবে যথেষ্ট পরিমাণ হাইড্রক্সিক্লোরোকুইন ও এজিথ্রোমাইসিন নেওয়া নিয়েও সতর্ক করছেন ফার্মেসী বিশেষজ্ঞ প্রবাসী বাঙালি।
নিউইয়র্কের একটি ডাটাবেস বলছে, শুক্রবার গভীর রাত পর্যন্ত স্টেটস আক্রান্তের সংখ্যা চার লক্ষ ৯৫ হাজার ২৪৯। মৃত্যু হয়েছে ১৮ হাজারেরও বেশি মানুষের। করোনা ভাইরাসের তাণ্ডবে কার্যত ভেঙে পড়েছে ইউনাইটেড স্টেটস। বিশ্ব মানচিত্রে বাহুবলি দেশটার তছনছ অবস্থা।
নিউইয়র্ক, নিউ জার্সি, ক্যালিফর্নিয়া, বস্টন। সর্বত্র শুধুই মৃত্যু মিছিল। মানুষের হাহাকার। শ্মশানের নিস্তব্ধতা গিলে খাচ্ছে কোটা দেশটাকে। মৃত্যুপুরী বনে যাওয়া স্টেটস থেকে কলকাতার জন্য করোনা ভাইরাসের প্রতিষেধক পরামর্শ পাঠালেন যাদবপুরের প্রবাসী বাঙালি।
PARADIP GHOSH
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus