#ওয়াশিংটন: এবার থেকে মার্কিন মুলুকে করোনার পরীক্ষার হার কমানো হবে! শনিবার রাতে তুলসা, ওকলাহামা নির্বাচনী প্রচারে এমন জানিয়ে দেন ট্রাম্প৷ তিনি বলেন বেশি মাত্রায় পরীক্ষা হচ্ছে বলেই বেশি সংখ্যার করোনা আক্রান্ত ধরা পড়েছে৷ টেস্টিং কম হলে সেই সংখ্যাটা বোঝা যাবে না৷ তাঁর মতে করোনা পরীক্ষা দু’দিকে ধারাল তলোয়ারের মতো৷ যেদিকে যাবে সেদিকেই কাটবে৷ টেস্ট কম করলে ঝুঁকি থাকবে, আবার টেস্ট বেশি করলে সংখ্যা বাড়বে! তিনি করোনার টেস্টিং-কে বলছেন ডবল এজেড সোর্ড (double-edged sword)
তাই, এই সব বিবেচনা করে তিনি জানান যে, আধিকারিকদের তিনি নির্দেশ দিচ্ছেন কম হারে পরীক্ষা করতে৷ তবে এখানেই তিনি থামলেন না৷ করোনার ভাইরাস নিয়ে বর্ণবিদ্বেষমূলক বক্তব্য রাখলেন ট্রাম্প৷ এর আগেও করোনাকে চিনা ভাইরাস বলেছেন ট্রাম্প৷ এবার তিনি করোনার নামকরণ করলেন কুং ফ্লু (Kung Flu)৷ এমন ১৯টি পৃথক নাম তিনি দিতে পারেন এই অতিমারীর বলছেন ট্রাম্প!
তবে করোনা টেস্ট কমানোর বিষয় নিয়ে ট্রাম্পের মনোভাবে আশঙ্কার মেঘ দেখছেন মার্কিন বিশেষজ্ঞরা৷ কারণ সেখানে মৃত্যু হার বিপুল৷ সেখানে দাঁড়িয়ে যদি টেস্ট কম হয় তাহলে সমস্যা যে আরও বাড়বে, মনে করছেন তাঁরা৷
ট্রাম্পের এমন মন্তব্যের পর এক আধিকারিক অবশ্য জানান যে প্রেসিডেন্ট এ বিষয় নিয়ে মজা করে এমন বলেছেন৷ আদতে তাদের কাছে কোনও নির্দেশই নেই৷
করোনার জেরে ধাক্কা খেয়েছে প্রেসিডেন্টের নির্বাচনী প্রচার৷ শনিবার ছোট একটি জনসভায় বক্তব্য রাখেন ট্রাম্প৷ সেখানে যা বলেছেন তিনি, তার গুরুত্ব সম্ভবত নিজেও বুঝতে পারেননি প্রেসিডেন্ট৷ এমনই বলছেন বিরোধীরা৷ তবে ট্রাম্পের বক্তব্য জুড়ে ছিল আমেরিকায় বামপন্থীদের সরিয়ে রাখার কথা৷ এবং তিনি বলেন যে এর জন্য তাঁর প্রতিদ্বন্দ্বী জো বিডেন কোনও ভাবেই উপযুক্ত নন৷
ওকলাহামার তুলসায় প্রচার জনসভায় প্রায় লাখ খানেক সমর্থকের উপস্থিতির কথা আশা করলেও হয়েছিল অনেক কম৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19, Donald Trump