হোম /খবর /বিদেশ /
করোনা টেস্ট কম করব, তাহলে কমবে সংখ্যার হার! এমনই বলছেন ট্রাম্প

করোনা টেস্ট কম করব, তাহলে কমবে সংখ্যার হার! এমনই বলছেন ট্রাম্প

প্রথম নির্বাচনী প্রচারে এসে ট্রাম্প বলেন যে করোনা টেস্টিং হল দুদিকে ধারল তলোয়ারের মত! যেদিকে চালাবে, সেদিকেই কাটবে৷

  • Last Updated :
  • Share this:

#ওয়াশিংটন: এবার থেকে মার্কিন মুলুকে করোনার পরীক্ষার হার কমানো হবে! শনিবার রাতে তুলসা, ওকলাহামা নির্বাচনী প্রচারে এমন জানিয়ে দেন ট্রাম্প৷ তিনি বলেন বেশি মাত্রায় পরীক্ষা হচ্ছে বলেই বেশি সংখ্যার করোনা আক্রান্ত ধরা পড়েছে৷ টেস্টিং কম হলে সেই সংখ্যাটা বোঝা যাবে না৷ তাঁর মতে করোনা পরীক্ষা দু’দিকে ধারাল তলোয়ারের মতো৷ যেদিকে যাবে সেদিকেই কাটবে৷ টেস্ট কম করলে ঝুঁকি থাকবে, আবার টেস্ট বেশি করলে সংখ্যা বাড়বে! তিনি করোনার টেস্টিং-কে বলছেন ডবল এজেড সোর্ড (double-edged sword)

তাই, এই সব বিবেচনা করে তিনি জানান যে, আধিকারিকদের তিনি নির্দেশ দিচ্ছেন কম হারে পরীক্ষা করতে৷ তবে এখানেই তিনি থামলেন না৷ করোনার ভাইরাস নিয়ে বর্ণবিদ্বেষমূলক বক্তব্য রাখলেন ট্রাম্প৷ এর আগেও করোনাকে চিনা ভাইরাস বলেছেন ট্রাম্প৷ এবার তিনি করোনার নামকরণ করলেন কুং ফ্লু (Kung Flu)৷ এমন ১৯টি পৃথক নাম তিনি দিতে পারেন এই অতিমারীর বলছেন ট্রাম্প!

তবে করোনা টেস্ট কমানোর বিষয় নিয়ে ট্রাম্পের মনোভাবে আশঙ্কার মেঘ দেখছেন মার্কিন বিশেষজ্ঞরা৷ কারণ সেখানে মৃত্যু হার বিপুল৷ সেখানে দাঁড়িয়ে যদি টেস্ট কম হয় তাহলে সমস্যা যে আরও বাড়বে, মনে করছেন তাঁরা৷

ট্রাম্পের এমন মন্তব্যের পর এক আধিকারিক অবশ্য জানান যে প্রেসিডেন্ট এ বিষয় নিয়ে মজা করে এমন বলেছেন৷ আদতে তাদের কাছে কোনও নির্দেশই নেই৷

করোনার জেরে ধাক্কা খেয়েছে প্রেসিডেন্টের নির্বাচনী প্রচার৷ শনিবার ছোট একটি জনসভায় বক্তব্য রাখেন ট্রাম্প৷ সেখানে যা বলেছেন তিনি, তার গুরুত্ব সম্ভবত নিজেও বুঝতে পারেননি প্রেসিডেন্ট৷ এমনই বলছেন বিরোধীরা৷ তবে ট্রাম্পের বক্তব্য জুড়ে ছিল আমেরিকায় বামপন্থীদের সরিয়ে রাখার কথা৷ এবং তিনি বলেন যে এর জন্য তাঁর প্রতিদ্বন্দ্বী জো বিডেন কোনও ভাবেই উপযুক্ত নন৷

ওকলাহামার তুলসায় প্রচার জনসভায় প্রায় লাখ খানেক সমর্থকের উপস্থিতির কথা আশা করলেও হয়েছিল অনেক কম৷

Published by:Pooja Basu
First published:

Tags: Coronavirus, COVID19, Donald Trump