#লখনউ: উত্তরপ্রদেশের মন্ত্রী কমলা রানি বরুণের মৃত্যু হল করোনা আক্রান্ত হয়ে৷ যোগী সরকারের ক্যাবিনেট মন্ত্রীর মৃত্যু হয় রবিবার হাসপাতালেই৷ ১৮ জুলাই তাঁর লালারস পরীক্ষা করা হয় এবং সংক্রমণের খবর জানার পরই তাঁকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ কানপুরের ঘতমপুর থেকে প্রথম বিজেপি বিধায়ক হিসেবে তিনি জয়ী হন৷ ২০১৯সালে তাঁকে রাজ্য মন্ত্রীত্বের দায়িত্ব দেওয়া হয়৷ তিনি রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের মন্ত্রী ছিলেন৷
১৯৫৮-এ তাঁর জন্ম লখনউয়ে৷ রাষ্ট্রীয় সয়মসেবক সংঘের প্রতিনিধি কৃষণ লাল বরুণের সঙ্গে ষতাঁর বিয়ে হয়৷ সমাজবিদ্যায় স্নাতকোত্তর ছিলেন কমলা রানি দেবী৷ কানপুরের দ্বারকাপুরি ওয়ার্ড থেকে ১৯৮৯ -এ প্রথমে কাউন্সিলারের পদে লড়াই করেন তিনি৷ সেখান থেকে জিতে যান৷ ১৯৯৫-এ ফের একবার কর্পোরেশনের সেই ওয়ার্ড থেকে জয়ী হন তিনি৷ এরপর ১৯৯৬-এ বিজেপি তাঁকে ঘতমপুর আসন থেকে সাংসদ পদের জন্য টিকিট দেয়৷ তিনি বিপুল ভোটে জিতে যান৷ ১৯৯৮-এ আবার তাঁর জয় হয়৷ তবে ১৯৯৯-এর লোকসভা আসনে বিএসপি প্রার্থীর কাছে তিনি হেরে যান৷ সাংসদ হিসেবে তিনি শ্রমদফতরের পার্লামেন্ট অ্যাডভাইসারি কমিটির কাজের সঙ্গে যুক্ত ছিলেন৷
उत्तर प्रदेश सरकार में मेरी सहयोगी, कैबिनेट मंत्री श्रीमती कमल रानी वरुण जी के असमय निधन की सूचना, व्यथित करने वाली है।
— Yogi Adityanath (@myogiadityanath) August 2, 2020
प्रदेश ने आज एक समर्पित जननेत्री को खो दिया।
उनके परिजनों के प्रति मेरी संवेदनाएं।
ईश्वर दिवंगत आत्मा को अपने श्री चरणों में स्थान प्रदान करें।
ॐ शांति!
২০১২-এ বিজেপির হয়ে তিনি রসুলাবাদ আসনটি থেকে দাঁড়ান৷ কিন্তু জিততে পারেননি৷ ২০১৫-এ তাঁর স্বামীর মৃত্যু হয়৷ ২০১৭-এ ঘতমপুর থেকে বিধায়ক হিসেবে জেতেন কমলা রানি বরুণ৷
অন্যদিকে শনিবারই উত্তরপ্রদেশে ৩৮৪০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন৷ ৪৭জনের মৃত্যু হয়েছে একদিনে৷ এখনও পর্যন্ত ৫১৩৩৪জন করোনা যুদ্ধে জিতে হাসপাতাল থেকে মুক্তি পেয়েছে৷ মোট মৃত্যুর সংখ্যা ১৬৭৭৷ সব থেকে বেশি আক্রান্ত হয়েছেন লখনউয়ে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19, Uttar Pradesh