হোম /খবর /দেশ /
করোনা মারতে বন্দুক চালালেন বিজেপি নেত্রী !

করোনা মারতে বন্দুক চালালেন বিজেপি নেত্রী !

BJP Mahila Wing leader Manju Tiwari firing in the air. (Image: Video screengrab)

BJP Mahila Wing leader Manju Tiwari firing in the air. (Image: Video screengrab)

মোদির এই আহবানে সাড়া দিয়ে করোনাকে তাড়াতে দীপ না জ্বালিয়ে বরং আরও একধাপ এগিয়ে শূন্যে গুলিই ছুঁড়ে বসলেন এক বিজেপি নেত্রী ৷

  • Last Updated :
  • Share this:

#লখনউ: রবিবার রাত ৯টায়, ৯মিনিটের জন্য আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ, টর্চ জ্বালিয়ে একজোট হয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশবাসীকে আহবান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ করোনাকে হারাতে ঐক্যের বার্তা দিতেই এমন প্রস্তাব ৷ প্রধানমন্ত্রী মোদির এই আহবানে সাড়া দিয়ে করোনাকে তাড়াতে দীপ না জ্বালিয়ে বরং আরও একধাপ এগিয়ে শূন্যে গুলিই ছুঁড়ে বসলেন এক বিজেপি নেত্রী ৷

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে ৷ বলরামপুরে বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী মঞ্জু তিওয়ারি ৫ এপ্রিল রাত ৯টায় গোটা দেশ যখন প্রদীপ, মোমবাতি জ্বালিয়ে ঐক্যের বার্তা দিতে প্রস্তুত, তখন ৯ বেজে ৯ মিনিটের মাহেন্দ্রক্ষণে মোমবাতি নয়, করোনা তাড়াতে সোজা গুলিই চালিয়ে দিলেন তিনি ৷ শুধু তাই নয়, এই পুরো ঘটনাটি ভিডিও রেকর্ড করে ফেসবুকে নিজের অ্যাকাউন্টেও আপলোড করেন মঞ্জু ৷ ক্যাপশনে লেখেন, ‘দীপ জ্বালানে কে বাদ করোনা ভাগাতে হুয়ে’, অর্থাৎ প্রদীপ জ্বালানোর পর করোনা তাড়াতে... ৷

নেটিজেনদের নজরে আসতেই দ্রুত ভাইরাল হয়ে যায় ভিডিওটি ৷ ওঠে সমালোচনার ঝড় ৷ উত্তরপ্রদেশে যে কোনও ধরনের উৎসব বা উচ্ছ্বাসের কারণে গুলি ছোঁড়া বেআইনি ৷ তাই এই ঘটনায় বিজেরি নেত্রীর বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি করেছেন অনেকে ৷ যদিও এখনও মঞ্জু তিওয়ারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কোনও খবর আসেনি ৷

ভিডিওতে বিজেপি নেত্রী মঞ্জু তিওয়ারির হাতে যে রিভলভার-টি দেখা গিয়েছে, সেটিও নাকি তাঁর নয় ৷ অস্ত্রটির লাইসেন্স রয়েছে তাঁর স্বামী ওম প্রকাশের নামে ৷ জানা গিয়েছে, পরিবারের সঙ্গে ছাদে প্রদীপ জ্বালানোর পর গুলি ছুঁড়তে শুরু করেন মঞ্জু ৷ এই পুরো ঘটনাটি ভিডিও ফ্রেমবন্দি করছিলেন তাঁর স্বামী ওম প্রকাশ ৷

Published by:Elina Datta
First published:

Tags: 9 PM-9 Mins, Corona, Corona outbreak, Corona state lock down, Coronavirus, COVID-19, Firing to sending coronavirus away