#নয়াদিল্লি: করোনা (Covid 19) যুদ্ধে ভারতের প্রশংশা করেছে বিশ্বের একাধিক দেশ৷ ভয়ঙ্কর মহামারিতে ক্ষতিগ্রস্থ দেশগুলির তালিকায় দু'নম্বরে থাকা ভারত দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে করোনাকে আজ অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে৷ শুধু তাই নয়, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে দেশেই তৈরি হয়েছে জোড়া করোনা টিকা৷ (Corona Vaccine)৷ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকা ও সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি কোভিশিল্ডের পাশাপাশি ভারত বায়োটেকের কোভ্যাকসিনই মাত করে দিয়েছে বহু দেশে৷
শুক্রবার লোকসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষ বর্ধন (Dr Harsh Vardhan) বললেন, প্রয়োজনে করোনা টিকার জন্য আরও টাকা বরাদ্দ করবে কেন্দ্র৷ তিনি বলেন, "বাজেটে (Union Budget 2021) করোনা টিকাকরণ ও মানুষের জীবন বাঁচানোর জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ প্রয়োজনে আরও টাকা বরাদ্ধ করা হবে৷ এখনও পর্যন্ত টিকা পাঠানোর জন্য ২২টি দেশ আমাদের অনুরোধ করেছে৷ আমরা ১৫টি দেশে টিকা পাঠিয়েছি৷ তার মধ্যে সহায়তা অনুদান হিসাবে ৫৬ লক্ষ ডোজ দেওয়া হয়েছে৷ ১০৫ লক্ষ চুক্তি ডোজ দেওয়া হয়েছে৷ "
In the Union Budget, Rs 35,000 crores has been allocated for vaccination and saving people's lives. The Minister has also said that the amount will be increased if needed: Union Health Minister Dr Harsh Vardhan in Lok Sabha #COVID19 pic.twitter.com/MyDTZuZUw2
— ANI (@ANI) February 5, 2021
We've received requests for vaccine supply from 22 nations so far. Out of these, supply has already been made to 15 nations - as grant assistance as well as contract doses. 56 lakh doses given as grant assistance & 105 lakh as contracts doses: Union Health Minister in Lok Sabha pic.twitter.com/uh2RrsPFWT
— ANI (@ANI) February 5, 2021
I would like to thank our scientists. They made such advanced vaccines in a short span of time and made India proud across the world. I hope that they will continue to make their contributions just like this in the future too: Lok Sabha Speaker Om Birla #COVID19 pic.twitter.com/kgTBeQoM7Z
— ANI (@ANI) February 5, 2021
এদিন লোকসভার স্পিকার ওম বিড়লা দেশের বৈজ্ঞানিকদের ধন্যবাদ দিয়েছেন, এত কম সময়ের মধ্যে করোনা টিকা বানিয়ে বিশ্ব মঞ্চে দেশকে গর্বিত করার জন্য৷ তিনি আশা করেন ভবিষ্যতেও দেশের বৈজ্ঞানিকরা এভাবেই অবদান রাখবেন৷