#মক্কা: শুধু চিনেই নয়, করোনা ভাইরাসের আতঙ্ক এখন সর্বত্র ৷ দক্ষিণ-পূ্র্ব এশিয়ার মতো পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশেও এখন ছড়িয়েছে এই মারণ ভাইরাস ৷ ভয়াবহ করোনার বিস্তার রোধে বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য আপাতত উমরাহ-হজ বন্ধের ঘোষণা দিয়েছে সৌদি আরব। এছাড়াও করোনা সংক্রমিত দেশের মানুষকে সৌদিতে প্রবেশ নিষিদ্ধ করেছে সে দেশের সরকার।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধের বিষয়টি পুরোপুরি তাদের নজরদারিতে রয়েছে।
এরই মধ্যে করোনা আক্রান্ত যেসব দেশের মানুষ সৌদি আরবের পর্যটক ভিসা পেয়েছেন, ঝুঁকির কথা বিবেচনা করে তাদের ভিসাও বাতিল করা হয়েছে। সম্প্রতি ইরান, বাহরিন, কুয়েত, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী-সহ পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া গিয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Haj, Umrah