হোম /খবর /বিদেশ /
করোনার নতুন স্ট্রেন রুখতে ব্রিটেনে সব ধরণের ভ্রমণের উপর জারি হল নিষেধাজ্ঞা

করোনার নতুন স্ট্রেন রুখতে ব্রিটেনে সব ধরণের ভ্রমণের উপর জারি হল নিষেধাজ্ঞা

file photo

file photo

নতুন স্ট্রেনের করোনাভাইরাসের ঝুঁকি এড়াতেই এই পদক্ষেপ নিয়েছে সরকার

  • Last Updated :
  • Share this:

#ওয়াশিংটন:  সোমবার থেকে ব্রিটেনে সব ধরণের ভ্রমণের উপর আরোপ করা হল নিষেধাজ্ঞা। প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, নতুন স্ট্রেনের করোনাভাইরাসের ঝুঁকি এড়াতেই এই পদক্ষেপ নিয়েছে সরকার। এর কারণে সোমবার থেকে সব ধরণের ভ্রমণ পথ বন্ধ থাকবে। এর মধ্যে কেউ যদি ব্রিটেনে প্রবেশ করতে চায় তাহলে তাকে কোভিড পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।

ব্রাজিলের করোনাভাইরাসের আলাদা ও অজ্ঞাত একটি স্ট্রেন শনাক্ত হওয়ার পর ব্রিটেনে নতুন উদ্বেগ তৈরি হয়। এ ঘটনায় শুক্রবার দক্ষিণ আমেরিকা ও পর্তুগালের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ব্রিটিশ কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় সোমবার থেকে সব ধরণের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন বরিস জনসন। তিনি জানিয়েছেন, নতুন এই নিয়ম কমপক্ষে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

নতুন নিয়ম অনুযায়ী, সোমবার থেকে যারা ব্রিটেনে যাবেন তাদের ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে যদি না তাদের পাঁচ দিন পর নেগেটিভ রেজাল্ট আসে।ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৩৩ লাখেরও বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৮৭ হাজারেরও বেশি মানুষের। এর মধ্যে শুধু গত ২৮ দিনেই মৃত্যু হয়েছে এক হাজার ২৮০ জনের।

ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এই সময়ে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। দিনের পর দিন তাঁরা তাঁদের জনগণকে রক্ষা করার জন্য এমন সব পদক্ষেপ নিচ্ছেন।

তিনি বলেন, করোনাভাইরাসের টিকার ব্যাপারে তাঁরা আশাবাদী এবং একইসঙ্গে নতুন যে স্ট্রেইন দেশের বাইরে থেকে আসছে সেটি বন্ধ করতে তাঁরা বাড়তি পদক্ষেপ নিচ্ছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চিনের হুবেই প্রদেশের রাজধানী ইউহান থেকে ছড়িয়ে পড়ে করোনামভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চিনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চিনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। এরইমধ্যে করোনার টিকাও আবিষ্কৃত হয়েছে।

Published by:Simli Dasgupta
First published:

Tags: Britain, Coronavirus