#লন্ডন: করোনা কেড়ে নিল ব্রিটেনের এক মহিলা রেল কর্মীর প্রাণ ৷ ৪৭ বছরের বেলি মুজিঙ্গা কাজ করতেন দক্ষিণ-পশ্চিম লন্ডনের ভিক্টোরিয়া স্টেশনে ৷ তিনি স্টেশনের টিকিট কাউন্টারে কাজ করতেন ৷ জানা গিয়েছে, গত মার্চ মাসে এক করোনা আক্রান্ত ব্যক্তি কাশতে গিয়ে থুতু ছিটিয়ে দেন বেলির উপর ৷ এর কিছুদিন পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ বেলির সোয়াব টেস্টের রিপোর্টে করোনা ধরা পড়ে ৷
হাসপাতালে বেশ কিছুদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে হার মানলেন বেলি মুজিঙ্গা ৷ তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হলেও বাঁচানো সম্ভব হয়নি ৷ এই ঘটনার পর রেল কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়েই এখন প্রশ্ন উঠে গিয়েছে ৷ অনেক ঝুঁকি নিয়েই তাদের কাজ করতে হচ্ছে বলে দাবি করা হয়েছে কর্মীদের তরফে ৷
টিএসএসএ’র সাধারণ সম্পাদক ম্যানুয়েল কর্টেস বলেছেন, ‘‘আমরা বেলির মৃত্যুতে হতবাক এবং বিধ্বস্ত। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন এমন অনেক ফ্রন্টলাইন কর্মীদের মধ্যে একজন হলেন বেলি।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Belly Mujinga