#কলকাতা: সেপ্টেম্বরে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়া হবে না, স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ভার্চুয়াল সভামঞ্চ থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে তিনি বলেন, তবে শীর্ষ আদালত যখন বলেছে পরীক্ষা নিতেই হবে ৷ পুজোর আগে কীভাবে পরীক্ষা নেওয়া যায় দেখতে হবে ৷ অনলাইন বা অফলাইনে পরীক্ষা নেওয়া হবে তা আলোচনা করে দেখুক কলেজ-বিশ্ববিদ্যালয় ৷
এদিনের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দেন, ‘এক সপ্তাহের মধ্যে সূচি ঠিক করে ইউজিসিকে জানিয়ে দিন। কিন্তু সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়ার কোনও প্রশ্নই নেই। পুজোর আগে কী ভাবে পরীক্ষা নেওয়া যায় তা ঠিক করতে হবে। যতটুকু না করলেই নয় ততটুকু করতে হবে। দেখুন কী ভাবে অনলাইনে পরীক্ষা নেওয়া যায়। অথবা পরীক্ষার্থীদের বাড়ির কাছে সেন্টার করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা যায় কিনা।’
এদিনের মঞ্চ থেকে ইউজিসি-র বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভার্চুয়াল মঞ্চে ইউজিসি-এর পাঠানো এ যাবৎকালের চিঠিগুলি তুলে ধরে বলেন, ‘২৯ এপ্রিল প্রথম চিঠি দেয় UGC ৷ প্রথমে UGC বলে পরীক্ষার দরকার নেই ৷ তা দেখে আমাদের মতো অনেক রাজ্যই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল কিন্তু জুলাইয়ে সিদ্ধান্ত বদলে পরীক্ষা নিতে বলা হয় ৷ আমরা মাঝখান থেকে পড়েছি ঝামেলায় ৷’
কলেজ-বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে শুক্রবার সকালেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ইউজিসি-র নির্দেশিকাকে মান্যতা দিয়েই এ দিন আদালত বলে, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ফাইনাল বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা না নিয়ে কাউকেই উত্তীর্ণ ঘোষণা করতে পারবে না কোনও রাজ্য ৷ তবে প্রয়োজনে পরীক্ষার দিন পিছিয়ে ৩০ সেপ্টেম্বরের পর করার জন্য ইউজিসি-র কাছে আবেদন করতে পারবে রাজ্যগুলি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, UGC